20 C
Dhaka
৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৮ই রজব, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

আবারও স্কলারশিপ পরীক্ষা নেবে আইডাব্লিউএস অনলাইন স্কুল

টেকসিঁড়ি রিপোর্ট : শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া পেয়ে দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশে ডিজিটাল শিক্ষার পথিকৃৎ আই ডাব্লিউ এস অনলাইন স্কুল।

আগামী ১১ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে এই পরীক্ষা । সিএস মেটা লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ কারিকুলাম আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য ১০ জানুয়ারি রাত ১২টার মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সিএস গ্রুপের স্পনসরশিপ থাকায় এই প্রতিযোগিতায় কোনো রেজিস্ট্রেশন বা অংশগ্রহণ ফি নেই। মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের সমান সুযোগ ও পুরস্কার দেওয়ার উদ্দেশে এই স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রথমবারের মতো স্কলারশিপ পরীক্ষা নেয় তারা । ডিজিটাল প্ল্যাটফর্মে নেওয়া এই পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা অংশ নেয় এবং ৪০% পর্যন্ত স্কলারশিপ পেতে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। এই পরীক্ষার ফলাফল ২৭ ডিসেম্বর ঘোষণা করা হয়। স্কলারশিপ পরীক্ষায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের অনুরোধে দ্বিতীয়বারের মতো স্কলারশিপ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় স্কুল।

মেধাভিত্তিক ও প্রতিযোগিতামূলক শিক্ষা নিশ্চিতে গণিত এবং ইংরেজিতে এই স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা প্রথম শ্রেণি থেকে এ-লেভেল পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত।

স্কলারশিপ ক্যাটাগরিতে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে থাকছে ৪০% স্কলারশিপ, ২য় পুরস্কারে ৩৫% স্কলারশিপ, এবং তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে ৩০% স্কলারশিপ। এছাড়া নবম শ্রেণি থেকে এ-লেভেলের শিক্ষার্থীদের জন্য প্রথম পুরস্কারে ১০% স্কলারশিপ, দ্বিতীয় পুরস্কারে ৫% স্কলারশিপ, এবং তৃতীয় পুরস্কারে রয়েছে ৩% স্কলারশিপ।

আই ডাব্লিউ এস অনলাইন স্কুল বাংলাদেশের প্রথম ডিজিটাল স্কুল হিসেবে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) দ্বারা অনুমোদিত। এটি ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নি প্রোভাইডার্স (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকেও স্বীকৃতি পাওয়া, যা নিশ্চিত করে এর প্রোগ্রামগুলো আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে।

আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে আই ডাব্লিউ এস অনলাইন স্কুল একাডেমিক কৃতিত্বের সমন্বয় করে, যেখানে অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং সিমুলেটেড রিয়েলিটি (SR) প্রযুক্তি ব্যবহার করা হয়। অভিজ্ঞ ব্রিটিশ শিক্ষকরা এতে ক্যামব্রিজ কারিকুলামে পাঠদান করান যা বৈশ্বিক সংযোগ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণবন্ত এবং ইন্টারঅ্যাকটিভ হয়ে ওঠে।

সিএস মেটা লিমিটেড লন্ডনে অবস্থিত গ্লোবাল সিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। অনলাইন স্কুলের মাধ্যমে একাডেমিক কৃতিত্ব, লিডারশিপ ও মেধা যাচাইয়ের ভিত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীদের এই সুযোগ দিচ্ছে।

Related posts

স্মার্ট বাংলাদেশ নির্মাণে বাংলাদেশ এবং বৃটেন একসাথে কাজ করবে :পলক

Tahmina

দেশের বাজারে ইলেকট্রিক মোটরসাইকেল এ০১ ও সি০৩ আনলো রিভো

Tahmina

নেটওয়ার্কের মান বাড়াতে টাওয়ার শেয়ারে গুরুত্ব, ক্ষুব্ধ ঠিকাদাররা

Tahmina

Leave a Comment