টেক সিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০২৪ – ২০২৬ কার্যমেয়াদের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ ফেব্রয়ারী , বৃহস্পতিবার বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)র মাল্টিপারপাস হল রুমে সোসাইটি’র “দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। সদ্য সাবেক হওয়া (বর্তমান) কমিটির পক্ষে সভাপতি অধ্যাপক ড. মো: শরীফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান খাঁন জিহাদ নব- নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন এবং সাধারণ সম্পাদক এলিন ববীর নেতৃত্বে সদ্য সাবেক কমিটির নিকট থেকে ৩ বৎসর মেয়াদে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জিহাদ। নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন বলেন, সবাইকে নিয়ে কাজ করে নির্বাচনী ইশতেহার পরিপুর্নি ভাবে বাস্তবায়নের চাই এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ক্ষেত্রে বিসিএস অংশীদার করতে বিসিএস এর প্রতিটি সদস্য (আমরা) যথাযথ অবদান রাখতে বদ্ধপরিকর। তাই, যেকোন আইসিটি সংশ্লিষ্ট কার্যক্রমে বিসিএস এর প্রতিনিধি অন্তর্ভুক্তির জন্য নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানানো হয়।
নব- নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক এলিন ববী বলেন, বিসিএস সার্বিক কল্যাণার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এবং সাবেক কমিটি গুলোর কাছ থেকেও প্রয়োজনে বিভিন্ন পরামর্শ নিয়ে কাজ করতে চাই। কাউন্সিলরদের সাথে ব্যবস্থাপনা কমিটির কোন পার্থক্য থাকবে না; সবাই মিলে-মিশে কাজ করতে চাই।
বৃহস্পতিবার অফিসিয়ালি দায়িত্ব গ্রহণের পর নতুন কমিটির সদস্যরা শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে ১৬ ফেব্রুয়ারী, শুক্রবার শের-ই-বাংলা নগর আদর্শ মহিলা কলেজ (শের-ই- বাংলা নগর, ঢাকা) অনুষ্ঠিত হয় আইসিটি প্রফেশনালদের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরাতন জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) এর ২০২৩ সালের নির্বাচন। এতে বেসরকারিভাবে ড. আরেফিন-ববী প্যানেল সবকটি পদে বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করে ।
কমিটির নির্বাচিতরা হলেন সভাপতি: অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ সামসুল আরেফিন, সহ-সভাপতি (এডমিন): সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি (ফিন্যান্স): অধ্যাপক মো: আব্দুল বাছেত, সহ-সভাপতি (একাডেমিক): জয়নাল আবেদীন; মহাসচিব: এলিন ববী, যুগ্ম-সচিব (এডমিন): শরিফুল আনোয়ার, যুগ্ম-সচিব (ফিন্যান্স): মোঃ জারাফাত ইসলাম, যুগ্ম-সচিব (একাডেমিক): প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ, কোষাধ্যক্ষ: মোঃ শাহরিয়ার হোসেন খান ফরহাদ।