টেকসিঁড়ি রিপোর্ট : ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ দল ৩টি ব্রোঞ্জ পদক এবং ৩টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে।
ব্রোঞ্জপদক পেয়েছেন – বাংলাদেশ দলের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া (প্রাপ্ত নম্বর-২৪), আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী (প্রাপ্ত নম্বর-২২) ও ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান(প্রাপ্ত নম্বর-২১)।
সম্মানজনক স্বীকৃতি পেয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন (প্রাপ্ত নম্বর-১৮), ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (প্রাপ্ত নম্বর-১৫) ও চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী (প্রাপ্ত নম্বর-১৩)।

এর আগে ১২ জুলাই বাংলাদেশ গণিত দলের উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান এবং পর্যবেক্ষক বাংলাদেশ গণিত অলিম্পয়াড কমিটির সমন্বয়ক বায়েজিদ ভূঁইয়া ৬ প্রতিযোগীকে সঙ্গে নিয়ে রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এবার ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের আসর বসেছে এই অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর সানশাইন কোস্টে। সোমবার ১৪ জুলাই অলিম্পিয়াডের উদ্বোধন হয়। ১৫ ও ১৬ জুলাই ২ দিন পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হয়। পরপর দুই দিনে ছয়টি অঙ্ক করতে দেওয়া হয়। এই ৬টি অঙ্ক হয় একেবারে মৌলিক ও নতুন। বাংলাদেশ দল দলীয়ভাবে মোট ১১৩ নম্বর পেয়েছে। বিশ্বের শতাধিক দেশের প্রায় ৬০০ এর বেশি খুদে গণিতবিদ যোগ দিয়েছে এই অলিম্পিয়াডে।