31 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ চলছে যে যে এলাকায়

টেকসিঁড়ি রিপোর্ট : হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় ৪০ জন করে ১৩০টি উপজেলায় ৫,২০০ জন নারীকে Women Freelancer on Graphics Design হিসেবে তৈরি করার প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণের ব্যাপ্তি ৫ (পাঁচ) মাস। মোট তিনটি লেভেল-এ প্রশিক্ষণ সম্পন্ন হবে। ৫ (পাঁচ) মাসের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের জন্য ০১ (এক) মাসব্যাপী মেন্টরশিপ প্রোগ্রাম আয়োজন করা হবে।

প্রশিক্ষণার্থীদের ন্যুনতম শিক্ষাগত যোগ্যতাঃন্যূনতম এইচ.এস.সি. পাশ শিক্ষার্থী/ ফ্রিল্যান্সার/ উদ্যোক্তা/ বেকার গ্রামীণ নারী।
প্রশিক্ষণার্থীদের বয়সঃ ১৮-৪০ বছর
অন্যান্য দক্ষতাঃ আইসিটির মৌলিক জ্ঞান, দ্রুত শেখার ক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা।
নোটঃ এই ক্যাটাগরির প্রশিক্ষণের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ এর ছাত্রীরা প্রশিক্ষণার্থী হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রাপ্ত হবে।
পাশাপাশি – সুবিধাবঞ্চিত, অনগ্রসরতা, দারিদ্রতা ও বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে।
সতর্কতাঃ যারা ইতঃপূর্বে এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য বিবেচিত হবেন না।

রেজিস্ট্রেশন লিংক https://training.gov.bd/training-details/4

নির্বাচিত উপজেলা সমুহ

ফেনী সদর, সোনাগাজী, দাগনভূঞা, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, নবীনগর, চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, ফরিদগঞ্জ, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, কক্সবাজার সদর, চকরিয়া, রামু, খাগড়াছড়ি সদর, দিঘীনালা, মাটিরাঙ্গা, বান্দরবান সদর, লামা, রোয়াংছড়ি, বেলকুচি, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, আক্কেলপুর, পাঁচবিবি, জয়পুরহাট সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর, শিবগঞ্জ, কলারোয়া, তালা, সাতক্ষীরা, মুজিবনগর, মেহেরপুর, গাংনী, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা, শ্রীপুর, মাগুরা, মহম্মদপুর, বাগেরহাট, মোড়েলগঞ্জ, মোংলা, ঝিনাইদহ সদর, শৈলকূপা, কালীগঞ্জ, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর, পিরোজপুর সদর, নাজিরপুর, মঠবাড়ীয়া, ভোলা সদর, বোরহানউদ্দিন, চরফ্যাশন, আমতলী, বরগুনা সদর, তালতলি, বড়লেখা, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, চুনারুঘাট, হবিগঞ্জ, মাধবপুর, সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক, নরসিংদী, রায়পুরা, শিবপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, শরিয়তপুর সদর, নড়িয়া, ডামুড্যা, আড়াইহাজার, নারায়নগঞ্জ, রূপগঞ্জ, ভৈরব, কিশোরগঞ্জ, মিঠামইন, মানিকগঞ্জ, দৌলতপুর, সিংগাইর, মুন্সিগঞ্জ, শ্রীনগর, গজারিয়া, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, মাদারীপুর, শিবচর, রাজৈর, গোপালগঞ্জ, টুংগীপাড়া, কোটালীপাড়া, পঞ্চগড় সদর, দেবীগঞ্জ, বোদা, লালমনিরহাট, কালীগঞ্জ, আদিতমারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, সাদুল্লাপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, রাণীশংকৈল, পীরগঞ্জ, কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবরদী, কেন্দুয়া, পূর্বধলা, নেত্রকোণা।

Related posts

একাকীত্ব মোকাবেলায় এআই ডিভাইস নেকলেস ‘ফ্রেন্ড’

Tahmina

বন্যার্তদের পাশে ৩ মোবাইল অপারেটর , ফ্রি দিচ্ছে ডাটা ও মিনিট

Tahmina

১০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ, ইনোভেশন হাব থেকে হবে ইউনিকর্ন স্টার্টআপ

Samiul Suman

Leave a Comment