31 C
Dhaka
১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

ফেইসবুক লগ ইনে সমস্যা কি কেবল বাংলাদেশে ?

টেকসিঁড়ি রিপোর্ট : ম্যাসেনঞ্জারে বান্ধুবীদের সাথে পিকনিকের প্ল্যান করছিল ঐশী , অনামিকা , ঈশিতা, তাহমিদারা ক জন মিলে। দুম করে সব ম্যাসেঞ্জার থেকে লগ আউট । ওরা প্রথমে ভাবলো ইন্টারনেট স্লো , পরে দেখে ফেইসবুক থেকেও লগ আউট।

কথা বলছিল রিমি সিমি, ওদের অবাক করে দিয়ে লগ আউট। কি হল? কি হল? সাড়া পড়ে গেলো।

চিটাগাং থেকে পারভীন কল দিলো তাঁর বান্ধুবীকে , আমার ফেইসবুকটা না কেন যেন ডিস্টার্ব করতেছে। কিছুতেই লগ ইন করতে পারছি না। পাসকোড ভুল বলছে। কি করি বলতো? কি হলো?

ফেইসবুকের এই হাল নিয়ে অনেকেই হোয়াটসএপে যোগাযোগ করেছে। জানতে চাইলো একে অপরকে – কি হলো। যোগাযোগ করে কেউ কেউ বলছিল, ভাগ্যিস হোয়াটসএপ ছিল।

বিপাশা বললেন , আম্বানির পুতের বিয়া খাইয়া কি বাঁশ টা দিলো আমাগো? ! কামডা ঠিক করে নাই !

এভাবে চারিদিক থেকে অভিযোগ আসতে লাগলো ফেইসবুক সম্পর্কে। এই দিকে গুগল করে হাজার হাজার ব্যবহারকারী তাদের অভিযোগ জানাচ্ছেন এমন খবর পাওয়া যাচ্ছে । ফেইসবুক বলছে , কারিগরী ত্রুটির কারনে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশে ৯:৩০ এর দিকে এই সমস্যা দেখা দেয়। এই সিস্টেম এরর , লগ আউট সমস্যা কেবল বাংলাদেশে নয় বিশ্বব্যাপী হয়েছে।

Related posts

অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিলেন ড. ইউনূস

TechShiri Admin

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং (ICPC) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চীন, দেশ সেরা ঢাবির ‘ডিইউ_এসেন্ডিং’

Tahmina

১১ মে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় আইটি প্রতিযোগিতা, অংশ নিচ্ছে ১২৩ জন মেধাবী

Tahmina

Leave a Comment