টেকসিঁড়ি রিপোর্ট : সম্প্রতি উইমেন ইন ডিজিটালের উদ্যোগে ‘ফ্যাশন ডিজাইন ক্র্যাশ কোর্স উইথ বিবি রাসেল’ শীর্ষক ৫ মাসব্যাপী কোর্সের আয়োজন করা হয়। সেই কোর্সে নেতৃত্ব দিচ্ছেন বিবি রাসেল।
রাজধানীতে প্রথমবারের মতো নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্বখ্যাত ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল। মঙ্গলবার (৬ মার্চ) ঢাকার শ্যামলীর রিং রোডে সারা বাংলাদেশ থেকে বিশেষভাবে নির্বাচিত ২০ জন নতুন ও অভিজ্ঞ নারী উদ্যোক্তাকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
বিবি রাসেল তার বক্তব্যে বিশেষ প্রশিক্ষণ সম্পর্কে বলেন, এই প্রথম কোনো শহরে প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের মহিলারা খুব পরিশ্রমী এবং তারা খুব উচ্চ মানের পণ্য উত্পাদন করতে পারে। কিন্তু কিছু অপ্রত্যাশিত ছোটখাটো সমস্যার কারণে তারা তাদের পণ্য নিয়ে বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না। আমরা যদি তাদের কিছু অকৃত্রিম সমর্থন দিতে পারি তাহলে সারা দেশের উদ্যোক্তারা ফ্যাশন ডিজাইন পণ্যে বিশ্ববাজারে একটি শীর্ষস্থানীয় অবস্থান নিয়ে আসতে পারে।
উইমেন ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও আছিয়া নীলা বলেন, আমরা শুধু এই প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নই, আমাদের প্রকল্পটি অনেক দীর্ঘ দৃষ্টিভঙ্গি আছে। আমাদের প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ক্যাটাগরির পণ্য যেমন বুটিক, জুয়েলারি, লেদার ইত্যাদি থেকে এসেছেন। প্রত্যেকেরই বিভিন্ন পণ্যের লাইন রয়েছে।
তিনি বলেন, বিবি রাসেলের তত্ত্বাবধানে প্রশিক্ষণের পর সবাই তাদের পণ্য তৈরি করতে শুরু করবে। সেই সময়ে, তাদের ক্ষমতা গণনা করা হবে। তারপর আমরা তাদের পণ্য নিয়ে প্রথম পর্বে গ্রামীণ পর্যায়ে এবং তারপর দ্বিতীয় পর্বে জাতীয় পর্যায়ে একটি ফ্যাশন শো আয়োজন করব। আমরা আমাদের প্রশিক্ষণার্থীদের গ্রামীণ, জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে প্রচার করতে চাই।
কোহর্ট-১-এর নির্বাচিত ২০ উদ্যোক্তা হলেন- অলোকা রানী, অবলী চাকমা নিকিতা, ফারাহ সিরাজ, ফারহানা আলম সাথী, ফারহানা মুনমুন জান্নাতুল হীরা, রেহমুমা হুসেইন, মাহমুদা রহমান, মাকসুদা ইভা, মাশহুদা হক ইফা, নাসিমা আক্তার, রাইসা মনীজা আক্তার, ফারহানা মুনমুন। , রাহনুমা সুলতানা, শাহিন আক্তার কোনা, শাহিন শানিল, তাহমিনা চৌধুরী, তানিয়া ওহাব, তৌহিদা আক্তার গানিতা, মাহজাবিন রহিম মৈত্রী।