টেকসিঁড়ি রিপোর্ট : ১১ ও ১২ এপ্রিল ২০২৫ তারিখে খুলনা্র সিএসএস আভা সেন্টারে আয়োজিত হল ২ দিনব্যাপী এডভান্সড স্টেম ক্যাম্প। বৈজ্ঞানিক গবেষণার পদ্ধতি মেনে বাস্তবিক সমস্যা সমাধান ও ব্লক বেজড কোডিং এর মাধ্যমে আরডুইনো রোবটিক্স এর খুঁটিনাটি সম্পর্কে ধারণা দিতে এই আয়োজন করা হয়।
স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া প্রকল্পের আওতায় উপকূলের রামপাল, তালা ও সাতক্ষীরা তিন উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষার্থী দুইদিন ব্যাপী এই আবাসিক ক্যাম্পে অংশগ্রহণ করে।
ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিলো প্রযুক্তিভিত্তিক দক্ষতার প্রাথমিক ধারণাপ্রাপ্ত শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রোগ্রামিং ও রোবটিক্স এর উপর আরো গভীরে জ্ঞান অন্বেষণে উৎসাহিত করা।

দুইদিনের এই ক্যাম্পে বাস্তবিক সমস্যা সমাধানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কিভাবে একটি গবেষণা কার্যক্রম পরিচালিত করতে হয় এবং একটি গবেষণাপত্র বা বৈজ্ঞানিক গবেষণা পোস্টার তৈরী করা যায় তা নিয়ে প্রথম দিন একটি বিস্তারিত সেশন পরিচালনা করেন বাংলাদেশ জুনিয়র সাইন্স অলিম্পিয়াড ও সাইন্স কংগ্রেস এর একাডেমিক কোওর্ডিনেটর তানভির উল ইসলাম, মাকসুদুল আলম বিজ্ঞানাগার এর সমন্বয়ক ফারজানা লিমা ও কুয়েট রিসার্চ সোসাইটি এর সভাপতি নাফিস আহমেদ।
প্রথম দিনের দ্বিতীয় ভাগে শিক্ষার্থীরা দলগতভাবে নিজেরা একটি বাস্তবিক সমস্যা খুঁজে বের করে, ডেটা সংগ্রহ করে এবং গবেষণার পদ্ধতি অনুসরণ করে একটি বৈজ্ঞানিক পোস্টার তৈরী করে। দিনের শেষভাগে ক্যাম্পের বিচারকদের সামনে নিজ নিজ গবেষণা পোস্টার উপস্থাপনের মধ্য দিনে ক্যাম্পের প্রথম দিন সমাপ্ত হয়। ক্যাম্পের দ্বিতীয় দিন শুরু হয় স্ক্র্যাচ প্রোগ্রামিং ও ব্লক বেজড কোডিং এর খুঁটিনাটি জানার মধ্য দিয়ে। এরপর ব্লক বেজড কোডিং কে আরডুইনো কিটের সাথে সংযোগ করে একটি রোবটিক্স এক্সপেরিমেন্ট হাতে-কলমে তৈরী করে শিক্ষার্থীরা।