টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশের ৪ জন খুদে প্রযুক্তিবিদ আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের (IOAI) ২০২৫ এর ২য় আসরে অংশগ্রহণ করতে চীনের বেইজিং শহরে গেছে ।
২ আগস্ট চীনের বেইজিং শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয়ে ৯ আগস্ট সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এই আন্তর্জাতিক আসর।
১ আগস্ট, শুক্রবার বিকেল ৪টায় দেশের জনপ্রিয় গণমাধ্যম দ্য ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে বাংলাদেশ এআই অলিম্পিয়াড কমিটি দ্বারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের দলনেতা অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন বাংলাদেশ দলের ৪ সদস্যকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)-এর প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ডিন মুন্সী মাহবুবুর রহমা্ন, ড্যাফডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আজম খান, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশের সভাপতি এম. মঞ্জুর মাহমুদ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর সভাপতি মুনীর হাসান সহ আরও অনেকে।