টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (বিএস-১) করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে নতুন নামে পরিচিত হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টা এই পরিবর্তন অনুমোদন করেন।
সরকারি নথি অনুযায়ী, জাতীয় পরিচিতি বিস্তৃত করা এবং প্রযুক্তি প্রকল্পগুলোর নাম নিরপেক্ষ করার নীতির অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে।
সরকারি সূত্র জানায়, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) পরিচালিত এই স্যাটেলাইটের নতুন নামকরণ একটি নীতিগত সিদ্ধান্ত, যা ভবিষ্যতে সরকারি প্রকল্পগুলোর নাম নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই নাম পরিবর্তনের ফলে স্যাটেলাইটের প্রযুক্তিগত কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম ও আন্তর্জাতিক অংশীদারিত্বের ওপর কোনো প্রভাব পড়বে না। তবে পুনঃব্র্যান্ডিংয়ের জন্য কিছু আনুষ্ঠানিক পরিবর্তন আনতে হতে পারে।
সরকারি নথি অনুযায়ী, গাজীপুরের ‘সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র’ এবং বেতবুনিয়ার ‘সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র’-এর নাম পরিবর্তনের প্রস্তাবও করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটি নতুন নাম নির্ধারণের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে, যা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।