টেকসিঁড়ি রিপোর্ট: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুললো বিবিসি বাংলা। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) এর বাংলা সার্ভিসের এই উদ্যোগের মাধ্যমে তারা এখন টিকটকে সংবাদ, ভিডিও রিপোর্ট ও বিশেষ কন্টেন্ট শেয়ার করবে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শক-শ্রোতার কাছে পৌঁছানোর জন্য এবার বাংলাভাষী দর্শকদের কাছে সংবাদ ও বিশ্লেষণধর্মী কন্টেন্ট আরও সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সংবাদমাধ্যমটি। বিবিসি বাংলার টিকটক অ্যাকাউন্টে (@bbcbangla) ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ, ফিচার ও ইন্টারঅ্যাকটিভ কন্টেন্ট আপলোড করা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যুবসমাজের কাছে পৌঁছাতে এই পদক্ষেপ নিয়েছে বিবিসি।
এ বিষয়ে বিবিসি বাংলার সম্পাদক বলেন, “টিকটকের মাধ্যমে আমরা বাংলাভাষী দর্শকদের কাছে আরও দ্রুত ও আকর্ষণীয়ভাবে খবর পৌঁছে দিতে পারব। বিশেষ করে তরুণ প্রজন্ম যেখানে সক্রিয়, সেখানে আমাদের উপস্থিতি জরুরি।”
টিকটকে অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে বিবিসি বাংলা এখন ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি টিকটকেও তাদের উপস্থিতি নিশ্চিত করল। এর ফলে, তরুণ প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানো এবং তাদের জন্য উপযোগী কন্টেন্ট তৈরি করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে টিকটক বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, বিশেষ করে তরুণদের মধ্যে। বিভিন্ন ধরনের বিনোদনমূলক কন্টেন্টের পাশাপাশি, অনেক সংবাদমাধ্যমও এখন এই প্ল্যাটফর্মে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। বিবিসি বাংলার এই উদ্যোগকে এই বৈশ্বিক প্রবণতারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
টিকটকে ইতিপূর্বে বিবিসির বিভিন্ন ভাষার সার্ভিস অ্যাকাউন্ট চালু করলেও বাংলা সংস্করণ এবারই যুক্ত হলো। ব্যবহারকারীরা এখন থেকে টিকটকে বিবিসি বাংলার কন্টেন্ট দেখতে ও ফলো করতে পারবেন।