টেকসিঁড়ি রিপোর্ট: বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব (বিআইটিপিএফসি)-এর ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালেহ মবিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুর রহমান ভূঁইয়া।
নির্বাহী কমিটি (২০২৫-২০২৬)
- প্রতিষ্ঠাতা ও সভাপতি: সালেহ মবিন
- সহ-সভাপতি: মোঃ আরিফ
- সাধারণ সম্পাদক: সাইদুর রহমান ভূঁইয়া
- কোষাধ্যক্ষ: কাজী মোহাম্মদ মোরাদে আলম
- যুগ্ম সম্পাদক: সাব্বির আহমেদ
সচিব মণ্ডলী
- প্রশিক্ষণ সচিব: মহিউদ্দিন আলম
- মিডিয়া সচিব: ফয়েজ বিন আকরাম
- সদস্যপদ সচিব: ইসমাইল হোসেন সুজন
- অংশীদারিত্ব সচিব: সোহেল শিকদার
- ডিজিটাল ট্রান্সফরমেশন সচিব: এম দেলোয়ার হোসেন সৈকত
- ইভেন্ট সচিব: ইকবাল হোসেন
- জনসংযোগ সচিব: গোলাম মেহেদী হাসান খান