টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব (BITPFC)-এর নির্বাহী কমিটির কৌশলগত সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর ২০২৫ তারিখে রূপগঞ্জের পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট এবং বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত দুই পর্বে সভার কার্যক্রম পরিচালিত হয়। সভার ভেন্যু ও এন্টারটেইনমেন্ট স্পন্সর করে “AL-MUQADDAS Travels & Trade” ।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সালেহ মুহাম্মদ মোবিন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আরিফ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, ফাইন্যান্স সেক্রেটারি কাজী মোহাম্মদ মুরাদে আলম, প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট সেক্রেটারি মোঃ আরিফিন ও মহিউদ্দিন আলম, মেম্বারশিপ ডেভেলপমেন্ট সেক্রেটারি ইসমাইল হোসেন সুজন, পার্টনারশিপ সেক্রেটারি মোঃ সোহেল সিকদার, ডিজিটাল ট্রান্সফরমেশন সেক্রেটারি এম দেলোয়ার হোসাইন সৈকত, অর্গানাইজিং সেক্রেটারি মোঃ সাজ্জাদুর রহমান (সাজ্জাদ), জনসংযোগ সেক্রেটারি জি এম হাসান খান সোহাগ, এবং ইভেন্ট সেক্রেটারি ইকবাল হোসেন।
সভায় ক্লাবের গঠনতন্ত্রে সংযোজন ও সংস্কার বিষয়ে কৌশলগত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এডুটেক ও ট্রেনিং কোর্স পরিকল্পনা, সদস্যপদ কাঠামো ও সোশ্যাল কমিউনিটি নীতিমালা সংস্কার, কর্মসংস্থান মেলা ও মিটআপ আয়োজন পরিকল্পনা এবং নিয়মিত কার্যকরী মাসিক সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ট্রেনিং এবং এলএমএস প্ল্যাটফর্ম উন্নয়নের জন্য একটি বিশেষ টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

