টেকসিঁড়ি রিপোর্ট: দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ভিস্যাট প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং এডিএন টেলিকম লিমিটেডের মধ্যে ১ জুলাই, মঙ্গলবার ২০২৫ তারিখে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর বাংলামটরে বিএসসিএলের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিএসসিএলের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. ইমাদুর রহমান এবং এডিএন টেলিকমের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায়, এডিএন টেলিকম বিএসসিএলের বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশনে কো-লোকেশন ফ্যাসিলিটি ব্যবহার করে একটি ভিস্যাট হাব স্থাপন করবে। এই হাবের মাধ্যমে এডিএন টেলিকম, বিএসসিএলের বাংলাদেশ স্যাটেলাইট-১ (BS-1) এর ব্যান্ডউইথ ব্যবহার করে দেশের সেসব অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদান করবে যেখানে প্রচলিত যোগাযোগ ব্যবস্থা পৌঁছানো কঠিন।
এই চুক্তি দেশের ডিজিটাল বিভাজন কমাতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।