টেকসিঁড়ি রিপোর্ট : একজন ব্যক্তির নামে ১০ টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমসমুহ ডি রেজিস্টার বা বাতিল করতে হবে।
অক্টোবর মাসের ৩০ তারিখ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি রেজিস্টার বা নিবন্ধন বাতিল করতে হবে বলে জানিয়েছে বিটিআরসি । আগ্রহী গ্রাহকরা *১৬০০১# ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য জানতে পারবেন ।
সম্প্রতি বিটিআরসি’র ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বর্তমানে, বাংলাদেশে একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করতে পারবেন। পূর্বে এই সংখ্যা ১৫টি ছিল, কিন্তু বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সিম সংখ্যা কমিয়ে ১০টি করার সিদ্ধান্ত নেয় ।
এই সিদ্ধান্ত নেবার আগে, বিটিআরসি একটি পর্যালোচনা করে দেখেছে যে, একজন ব্যক্তি সাধারণত এতগুলো সিম ব্যবহার করেন না। তাই, এই সংখ্যা কমানো হয়েছে। সুতরাং একজন ব্যক্তি তার নামে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধন করতে পারবেন।