টেকসিঁড়ি রিপোর্ট : ই-ক্যাব এর নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের ই-কমার্স খাতের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে হওয়ার কথা থাকলেও ১৪ মে, বুধবার এক চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়েছে ।
নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ‘টিম ইউনাইটেড’ ও ‘টিম টাইগার’ নামের দুটি প্যানেল ঘোষণা করেছেন আগ্রহী প্রার্থীরা। নিজেদের প্যানেলের পক্ষে সদস্যদের কাছে প্রচারণাও চালাচ্ছিলেন তাঁরা। আর তাই হঠাৎ করে নির্বাচন স্থগিত হওয়ায় বেশ ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ সদস্য ও প্রার্থীরা।

বিষয়টি স্বীকার করে ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী বলেন, ‘আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল; কিন্তু আজ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর আগে ই-ক্যাবের কয়েকজন সদস্য ভোটার হতে না পারায় ও নির্বাচনে ভোটার সংখ্যা কম থাকার অজুহাতে নির্বাচন পেছানোর আবেদন করেছিলেন। আমরা সে আবেদন আমলে নিইনি, কারণ তাঁদের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু তাঁরা পরে বাণিজ্য মন্ত্রণালয়ে নির্বাচন স্থগিতের আবেদন করেন। আমরা নতুন তারিখ ঘোষণা করে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করব।
নির্বাচন স্থগিত করার বিষয়ে ই-ক্যাবের নির্বাচন বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৫-২৭ মেয়াদি দ্বিবার্ষিক-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত ৩ মার্চ ২০২৫ তারিখে ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।