টেকসিঁড়ি রিপোর্ট : ৩১ মে’ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) পরিচালক পদের নির্বাচন, এতে ১১ জন দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী উদ্যোক্তার সমন্বয়ে গঠিত হয়েছে প্যানেল ‘টিম টাইগার’।
ই-ক্যাবকে আরও দক্ষ ও কার্যকর সংগঠনে পরিণত করতে টিম টাইগার প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও ও গ্রিন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নূরুজ্জামান। সঙ্গে আছেন ই-কমার্স উদ্যোগ চাল ডালের সহপ্রতিষ্ঠাতা ও সিওও জিয়া আশরাফ এবং লন্ডন বাজার বিডির স্বত্বাধিকারী ও সিইও আবদুছ ছালাম।
প্যানেলের অন্য সদস্যরা হলেন ই-পাইকার এক্সটেনসিভ লিমিটেডের চেয়ারম্যান শেখ শাফায়াত হোসেন, আমার গেজেট ডটকমের স্বত্বাধিকারী ও সিইও মো. সাইফুল ইসলাম, ফার্নিকমের স্বত্বাধিকারী ও সিইও ময়নুল হোসেন, অদম্য প্রকাশের স্বত্বাধিকারী মো. নাজিব উল্লাহ, মেনসেন মিডিয়ার স্বত্বাধিকারী তৌহিদা হায়দার, টাকশাল ডটকমের স্বত্বাধিকারী মো. মাহাবুব হাসান, মিনিমাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক আসিফ মাহমুদ এবং টপ মোরের স্বত্বাধিকারী কাজী মুকিতুজ্জামান।
তারা পরিকল্পনা, পারফরম্যান্স আর অগ্রগতির শক্তিতে গড়ে তুলতে চায় আগামীর ই-ক্যাব। ই–ক্যাব নির্বাচনে পরিচালক পদে প্রার্থিতা করছেন ৩৬ জন। মোট ভোটার সংখ্যা ৫০২। এর আগে টিম ইউনাইটেড নামে আরেকটি প্যানেল আত্মপ্রকাশ করেছে।