টেকসিঁড়ি রিপোর্ট : গুগল ক্লাউড টেক ইম্প্যাক্ট এওয়ার্ড’২৩ পেলো বুয়েটের অনিক সরকার। অনিক গুগলের একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি ২০২০ সালে গুগলে যোগ দেন।
সম্প্রতি তিনি গুগল ক্লাউড হাইপারডিস্ক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য গুগল ক্লাউড টেক ইম্প্যাক্ট এওয়ার্ড’২৩ (Google Cloud Tech Impact Award 2023) পুরস্কারে ভূষিত হয়েছেন, যা ক্লাউড অবকাঠামো ও কর্মদক্ষতা পরিবর্তনে বিপ্লব ঘটাচ্ছে।

অনিক সরকার, একজন প্রাক্তন বুয়েট শিক্ষার্থী। চিটাগাং কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে দুর্দান্ত ফলাফল করার পর তিনি বুয়েটে সেরা ছাত্র হিসেবে গ্র্যাজুয়েট করেন।
অনিক ক্যারিয়ার গড়ে তোলেন প্রথমে গবেষণা সহকারী হিসেবে, এরপর প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং কোচ এবং প্রিয় ডট কমে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার পর ২০২০ সালে গুগলে যোগ দেন।