২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ৫ই রজব, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

কার্লকেয়ারের ফ্রি সার্ভিস ডে’র সুবিধা পাবে ইনফিনিক্স ব্যবহারকারীরা

টেকসিঁড়ি রিপোর্ট : ইনফিনিক্সের অফিশিয়াল সার্ভিস পার্টনার কার্লকেয়ার চালু করেছে “ফ্রি সার্ভিস ডে”, যা চালু থাকবে প্রতি শনিবার।

কার্লকেয়ারের সাপ্তাহিক ফ্রি সার্ভিস ডে-তে থাকছে ডিভাইস ক্লিন-আপ, প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট এবং মেরামতের সুবিধা, যা ব্যবহারকারীদের পেশাদার সেবা সহজলভ্য করবে।

সারাদেশে কার্লকেয়ারের ৭৪ টি সার্ভিস পয়েন্টে রয়েছে, যার মধ্যে ১৪ টি ফ্লাগশিপ সার্ভিস সেন্টার। রাজধানীতে মোট সার্ভিস সেন্টারের সংখ্যা ৯ টি।

ঢাকায় কার্লকেয়ারের উন্নত সার্ভিস সেন্টারগুলো রয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, বাড্ডা এবং মিরপুরে যেখানে গ্রাহকরা সহজেইে উন্নত পরিসেবা গ্রহণ করতে পারবেন।

প্রতি শনিবার ইনফিনিক্স ব্যবহারকারীরা পাবেন একাধিক বিশেষ সুবিধা, যার মধ্যে রয়েছে বিনামূল্যে স্মার্টফোন ক্লিন-আপ এবং ফ্রি সফটওয়্যার আপডেট, যা ডিভাইসের নিরাপত্তা ও পারফরম্যান্স নিশ্চিত করবে।

পাশাপাশি, ওয়ারেন্টির বাইরে থাকা মেরামতকৃত যেকোনো পরিষেবায় ১৫% ছাড় পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের জন্য স্মার্টফোনের আয়ুষ্কাল দীর্ঘায়িত করতে সহায়ক হবে।

এছাড়াও, প্রতি শনিবার মেরামতের ক্ষেত্রে সার্ভিস চার্জ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, যা গ্রাহকদের জন্য বাড়তি সাশ্রয় নিশ্চিত করবে। গ্রাহকদের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করতে ফ্রি সার্ভিস ডে-তে আগত সবাইকে বিশেষ উপহারও দেওয়া হবে, যা ইনফিনিক্সের বিক্রয়োত্তর সেবার প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।

Related posts

‘সংবিধানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হোক’

Tahmina

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এড়াতে অস্ট্রেলিয়ান পরিবার যাচ্ছে যুক্তরাজ্যে!

TechShiri Admin

বিসিসি’র বৈঠক পেলো জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার, গ্রহণ করবেন পলক

Tahmina

Leave a Comment