টেকসিঁড়ি রিপোর্ট : বর্তমান সময়ে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন ও ম্যাল ইনফরমেশন বেড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জেলা তথ্য কর্মকর্তাদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সাহসী হতে হবে।
৫ মে, আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান এই কথা বলেন ।
৬৪ জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ৪ এবং ৫মে দু দিন ব্যাপী ডিজিটাল আইডেন্টিফিকেশন এন্ড ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সিনিয়র সচিব তথ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নেতিবাচক বিষয় দ্রুত ছড়ায়। এটা মানব জীবনকেও বেশি প্রভাবিত করে। এ থেকে বেরিয়ে আসা দরকার। এ জন্য তথ্য কর্মকর্তাদের সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক খবর ছড়িয়ে দিতে হবে।
সভাপতির বক্তৃতায় আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মামুনুর রশীদ ভূঞা বলেন, এমন কিছু তথ্য রয়েছে যা সমাজে বিশৃঙ্খলা ছড়ায়, রাষ্ট্রীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে সেগুলো চিহ্নিত করে জনগণকে সঠিক তথ্য জানানোর দায়িত্ব তথ্য কর্মকর্তাদের।
বিশেষ অতিথির বক্তৃতায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেন, গুজব বিশ্বজুড়ে বিদ্যমান থাকলেও বাংলাদেশে এর প্রভাব প্রকট। তাই ৬ ধরনের গুজব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। অতি চালাক আর বোকারাই সমাজে হুমড়ি খেয়ে গুজব ছড়ায়। তাই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগাতে হবে। নির্বাচনের সময় ব্যাপকভাবে গুজব ছড়ানোর শঙ্কা রয়েছে। তাই গুজব প্রচারকারীদের সনাক্ত করতে হবে। এজন্য তথ্য কর্মকর্তাদের কাজের স্বার্থে একটি করে ল্যাপটপ প্রদানে আইসিটি বিভাগকে সহযোগিতা কামনা করেন তিনি।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন জনপ্রশাসনের সিনিয়র সচিব।
উল্লেখ্য, দু’দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৬৪ জেলা তথ্য অফিস, ৪টি উপজেলা তথ্য অফিস এবং ৭টি আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা অংশ নেন।