টেকসিঁড়ি রিপোর্ট : চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল এর ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে মার্কিন সরকার । একে “নজিরবিহীন চুক্তি” বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক।
শুক্রবার , ২২ আগস্ট এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান-এ তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসন শুক্রবার জানিয়েছে যে তারা ইন্টেলের ১০% অংশীদারিত্ব নিয়েছে, যা বেসরকারি ব্যবসার উপর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রপতির সর্বশেষ অসাধারণ পদক্ষেপ।
এই মাসে, ট্রাম্প চিপ নির্মাতা এনভিডিয়া এবং এএমডিকে রপ্তানি লাইসেন্স এর বিনিময়ে চীনে বিক্রয় থেকে প্রাপ্ত আয়ের ১৫% মার্কিন সরকারকে প্রদান করতে রাজি করান।
বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লেখেন, ‘যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ ইন্টেলের সিইও লিপ-বু ট্যানকে, যিনি এমন একটি ন্যায্য চুক্তি করেছেন।’
এর আগে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ইন্টেল সিইও লিপ-বু ট্যানের পদত্যাগ দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই উত্তপ্ত পরিস্থিতিতে গত শুক্রবার তিনি প্রেসিডেন্ট ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকেই চূড়ান্ত হয় এই চুক্তি।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তিনি এসেছিলেন চাকরি রাখতে , কিন্তু শেষমেষ আমাদের জন্য ১০ বিলিয়ন ডলার দিয়ে গেলেন। আমরা ১০ বিলিয়ন ডলার পেয়ে গেলাম।’ যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেননি, তবে ধারণা করা হচ্ছে, ‘চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট’ এর আওতায় ইন্টেলের মার্কিন কারখানা নির্মাণে প্রায় ১০ বিলিয়ন ডলার সরকারি অনুদানের বিপরীতে সমপরিমাণ মূল্যের শেয়ার অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র সরকার।
“ইন্টেলের ইকুইটি শেয়ার নেওয়া সঠিক পন্থা হতে পারে আবার নাও হতে পারে, তবে একটি বিষয় স্পষ্ট: অত্যাধুনিক চিপগুলিকে কোনও বাধা ছাড়াই চীনে প্রবাহিত হতে দেওয়া হলে, আমরা আমাদের দেশে যে কোনও বিনিয়োগের মূল্য হ্রাস পাবে। আমাদের এমন একটি কৌশল প্রয়োজন যা আমেরিকান উদ্ভাবনকে রক্ষা করে, আমাদের কর্মীবাহিনীকে শক্তিশালী করে এবং ভবিষ্যতের প্রযুক্তিগুলিকে আমেরিকানদের হাতে দৃঢ়ভাবে রাখে।”
“মার্কিন নেতৃত্ব আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ,” মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার, ডি-ভার্জিনিয়া, শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এই সব কথা বলেছেন।