১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
টেকসিঁড়ি

অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় শীর্ষ কোম্পানি এনভিডিয়া

টেকসিঁড়ি রিপোর্ট : অ্যাপলকে টেক্কা দিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়েছে এনভিডিয়া। চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া এখন ৩ ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলারের কোম্পানি।

অন্যদিকে, ২.৯৯ ট্রিলিয়ন ডলার মার্কেট ক্যাপ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যাপল ও ৩.১৫ বিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে মূল্যবান কোম্পানির তালিকার প্রথম স্থানে জায়গা ধরে রেখেছে মাইক্রোসফট।

এআই বিপ্লবের আরও অনেক আগে থেকেই কোম্পানিটি তাদের চিপগুলোতে মেশিন লার্নিং বান্ধব সুবিধা যোগ করা শুরু করে। এই বৈশিষ্ট্যই কোম্পানিটিকে বাজারে আজকের অবস্থান গড়তে সহায়তা করেছে।

বিবিসি প্রতিবেদনে জানায়, এনভিডিয়ার শেয়ারের দাম গতকাল বুধবার ৫ শতাংশের বেশি বেড়ে ১ হাজার ২২৪ ডলারে দাঁড়িয়েছে। উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ উৎপাদন কোম্পানির চিপের চাহিদা বাড়িয়েছে। এক বছর আগেও মার্কিন এই চিপ নির্মাতা কোম্পানির মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও কম ছিল।

বর্তমানে কোম্পানিটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় মূল্যবান পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে স্থান পেয়েছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের পরেই এখন এনভিডিয়ার অবস্থান। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া মূলত কম্পিউটারের গ্রাফিক্স চিপ তৈরির জন্য পরিচিত ছিল।

Related posts

ইসরায়েলে ২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ স্থগিত করল ইন্টেল

Tahmina

ম্যাকের জন্য অফিস ২০২৪ আসছে এবং চলবে কোন রকম সাবস্ক্রিপশন ছাড়াই

Samiul Suman

প্রজাপতির ডানার স্মার্টফোন আনছে অপো

Tahmina

Leave a Comment