টেকসিঁড়ি রিপোর্ট: পদত্যাগ করছেন অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও সার্চ বিভাগের শীর্ষ নির্বাহী রব্বি ওয়াকার এমন তথ্য জানিয়েছে ব্লুমবার্গ ।
প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াকারের বিদায় অ্যাপলের এআই সেক্টরে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে ।
রব্বি ওয়াকার দীর্ঘ সময় ধরে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি, সার্চ টুল এবং বিভিন্ন এআই-ভিত্তিক প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে গত কয়েক বছরে প্রতিযোগিতামূলক এআই দুনিয়ায় গুগল, মাইক্রোসফট ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সাথে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে ওয়াকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অ্যাপল বর্তমানে এআই সেবা ও প্রোডাক্ট উন্নয়নে নতুন কিছু খুঁজছে। তাই ওয়াকারের পদত্যাগ হয়তো নতুন নেতৃত্ব ও নতুন কৌশল গ্রহণের অংশ হতে পারে। যদিও এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শিল্পবিশেষজ্ঞদের মতে, এআই প্রতিযোগিতায় অ্যাপলের ভবিষ্যৎ কৌশল কী হবে এবং ওয়াকারের স্থলাভিষিক্ত কে হবেন—তা এখন প্রযুক্তি বিশ্বের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।