টেকসিঁড়ি রিপোর্টঃ ফেসবুকের মূল সংস্থা মেটা ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তাদের মেসেঞ্জার ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ব্যবহারকারীরা আর এই অ্যাপে লগইন করতে পারবেন না। এর পরিবর্তে ব্যবহারকারীদের ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে মেসেজিং চালিয়ে যেতে হবে।
মেটার পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবহারকারীরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন, সে জন্য অ্যাপটি বন্ধ করার পর ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকের অনলাইন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হবে। সেখানে গিয়েই এখন থেকে চ্যাট ও মেসেজিংয়ের সব সুবিধা নিতে হবে ব্যবহারকারীদের। এই পরিবর্তনটি শুধুমাত্র ডেস্কটপ অ্যাপ ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হবে; মেসেঞ্জারের মোবাইল অ্যাপ এবং ওয়েব সংস্করণ স্বাভাবিকভাবেই চালু থাকবে।
বর্তমানে পৃথক ডেস্কটপ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি কম্পিউটার থেকে মেসেঞ্জারের সুবিধাগুলো নিতে পারলেও প্রতিষ্ঠানটি তাদের সার্ভিসকে আরও কেন্দ্রীভূত করতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাকে সহজতর করতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।