টেকসিঁড়ি রিপোর্টঃ মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ শিগগিরই আনতে যাচ্ছে তাদের বহুল প্রত্যাশিত ইউজারনেম ‘ইউজারনেম’ (Username) ফিচার। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আর ফোন নম্বর প্রকাশ না করেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
প্রায় দুই বছর ধরে উন্নয়নের পর, মেসেজিং প্ল্যাটফর্মটি এখন একটি গুরুত্বপূর্ণ ইউজারনেম সংরক্ষণের (reservation) ফিচার এখন চালুর দ্বারপ্রান্তে এসে পড়েছে।
বিশ্বস্ত সূত্র WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের বেটা সংস্করণে ইতিমধ্যেই ইউজারনেম ফিচার পরীক্ষা করছে। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি ইউনিক ‘@username’ বেছে নিতে পারবেন, যা দিয়ে সরাসরি চ্যাট করা সম্ভব হবে যা ব্যবহারকারীর গোপনীয়তাকে আরও বাড়িয়ে দেবে।
এর ফলে কারও ফোন নম্বর না জেনেও নিরাপদে মেসেজ পাঠানো যাবে। বিশেষ করে যাঁরা প্রাইভেসি নিয়ে সচেতন বা ব্যবসায়িক উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাঁদের জন্য এটি হবে বড় পরিবর্তন।
প্রাথমিকভাবে জানা গেছে, ইউজারনেমে অক্ষর, সংখ্যা, ডট (.) বা আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে। তবে ইউজারনেম ‘www.’দিয়ে শুরু বা ‘.com’ দিয়ে শেষ হতে পারবে না। এছাড়া, কোনো বিদ্যমান কন্টাক্টের নামের মতো ইউজারনেম নেওয়াও নিষিদ্ধ থাকবে। যদিও এই ফিচারটি বর্তমানে পরীক্ষাধীন, হোয়াটসঅ্যাপ এখনো গ্লোবাল রিলিজের তারিখ ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নির্বাচিত কিছু দেশে বেটা টেস্টিং শেষ করে ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে।
হোয়াটসঅ্যাপের ইউজারনেম ফিচার চালু হলে ফোন নম্বর-নির্ভর আইডেন্টিটি সিস্টেমের পরিবর্তন আসবে। এটি শুধু ব্যবহারকারীর গোপনীয়তাই বাড়াবে না, বরং ব্যবসায়িক যোগাযোগ, গ্রাহক সেবা ও কমিউনিটি ম্যানেজমেন্টেও নতুন মাত্রা যোগ করবে।
সুত্রঃ এন্ড্রয়েড পুলিশ

