টেকসিঁড়ি রিপোর্ট : লুডু খেলে আইফোন ১৭! শিরোনাম দেখে চমকে যাবার দশা ? ১৫ অক্টোবর গ্রামীণফোনের ভেরিফায়েড ফেইসবুক থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে শুধুমাত্র গ্রামীনফোন এবং স্কিটো ব্যবহারকারীদের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত চলছে লুডো ন্যাশনওয়াইড চ্যাম্পিয়নশিপ।
মাইজিপি থেকে ২০০০ পয়েন্ট দিয়েই প্রি-রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারবেন আইফোন ১৭। বিস্তারিত জানতে মাইজিপি অ্যাপ এর ড্যাশবোর্ড এর “Explore” ট্যাব এর প্রমোশনাল ব্যানার অপশনটিতে ভিজিট করার জন্য অনুরোধ জানিয়েছে অপারেটরটি । লিংক এই ঠিকানায় ।