১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

MVNO কি ?

টেকসিঁড়ি রিপোর্ট : MVNO হলো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) সেবা।

মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হল এমন একটি কোম্পানি যা মোবাইল স্পেকট্রাম লাইসেন্সের মালিক নয় কিন্তু লাইসেন্সপ্রাপ্ত মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে তার ব্র্যান্ড নামে মোবাইল সার্ভিস দিয়ে থাকে।

MVNO গুলি প্রায়শই প্রথাগত নেটওয়ার্ক ক্যারিয়ারগুলির তুলনায় আরও সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা প্রদান করে, যা গ্রাহকদের মোবাইল ফোন বিল কমাতে সাহায্য করে। এই অপারেটরগুলি কম হারে অফার করতে পারে কারণ তারা একটি ছোট ব্যবসায়িক মডেলে কাজ করে, নেটওয়ার্ক পরিকাঠামোর মালিক নয় এবং ওভারহেড খরচ কম।

Google টি-মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কভারেজ প্রদান করে। Google Fi হল একটি MVNO, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ৷

Related posts

অনুষ্ঠিত হচ্ছে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃ পদার্থবিজ্ঞানে আঞ্চলিক অলিম্পিয়াড, সেরারা যাবে ব্রাজিল

Tahmina

দেশে স্টারলিংক ইন্টারনেট সেবা দেবে ভিওন

Tahmina

আগামী ১৮ থেকে ২১শে মার্চ জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাউডফেষ্ট ২০২৪

Samiul Suman

Leave a Comment