টেকসিঁড়ি রিপোর্ট : আগামী ৩১ মে দিন ব্যাপী যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ম বারের মতো এই প্রতিযোগিতার স্থান গ্রীন রোডের ইউনিভারসিটি অফ এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে।
প্রতিযোগিদের বয়স সীমা , ১৪ থেকে ২২ বছর । এনআইডি বা জন্ম সনদ অবশ্যই জমা দিতে হবে। সুবর্ণ কার্ড থাকলে জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা , কমপক্ষে ক্লাস এইট পাস তবে এনডিডি ব্যক্তিদের জন্য ক্লাস সিক্স পাস হলেই চলবে।
আবেদনের পদ্ধতি: তিনভাবে আবেদন করা যাবে: ১. ডাকযোগ/কুরিয়ার, ২. ই-মেইল এবং ৩. অনলাইন। প্রত্যেক প্রতিযোগীকে প্রয়োজনীয় সনদ, উপরে উল্লিখিত প্রমাণপত্র, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ১ কপি জীবন বৃত্তান্তসহ ডাকযোগ/কুরিয়ারে প্রেরনের ঠিকানা: “পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭” ঠিকানায় নির্ধারিত সময় সীমার মধ্যে ডাকযোগে/ ই-মেইল/ অইলাইনে আবেদনপত্র পৌঁছাতে হবে।

খামের উপর “যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা ২০২৫” লেখা থাকতে হবে। আবেদনের সময়সীমা: ২০ মে ২০২৫ তারিখ বিকাল ৫ টা।
ই-মেইল (ই-মেইল ঠিকানায় প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন প্রেরণ করা যাবে): [email protected]
অনলাইনে আবেদনের লিংক: https://forms.gle/CB7D11TMsXSaVeWf6
ইতোপূর্বে যারা আইটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তারা অংশ নিতে পারবে না। প্রতিযোগিতার বিষয়। মাইক্রোসফট ওয়ার্ড , এক্সেল , পাওয়ার পয়েন্ট , ইন্টারনেট। আগামী ২৬ মে বিসিসি’র ওয়েবসাইটে প্রতিযোগিতায় নির্বাচিতদের নাম প্রকাশ করা হবে।
অংশগ্রহনকারীদের সনদ এবং যাতায়াত ভাতা দেয়া হবে। বিজয়ী প্রতিযোগিদের দক্ষতার ভিত্তিতে আন্তর্জাতিক দল গঠন করা হবে এবং উচ্চতর কোর্স ও চাকরি মেলায় অংশ নিতে বলা হবে।