টেকসিঁড়ি রিপোর্ট: বাংলাদেশের ফাতেমা বিনতে খালিদ, বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী, ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত “World Young Physicists Olympiad 2025”-এ অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করেছেন। গত ৬ থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই গৌরব অর্জন করেন ফাতেমা।
ফাতেমা বিনতে খালিদের এই আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের সুযোগটি এনে দিয়েছে International Olympiads Bangladesh (IOBD) — একটি প্রতিষ্ঠান যা বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বজুড়ে প্রায় ৫০টিরও বেশি দেশে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ প্রদান করে থাকে। International Olympiads Bangladesh শিক্ষার্থীদের ধাপে ধাপে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রস্তুত করে তোলে।
প্রথম ধাপে শিক্ষার্থীদের উপযুক্ত সিলেবাস, নমুনা প্রশ্ন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ডেমো পরীক্ষা এবং মক টেস্টের মাধ্যমে প্রস্তুতি সম্পন্ন করতে সহায়তা করা হয়।
দ্বিতীয় ধাপে শিক্ষার্থীরা অনলাইন বা অফলাইনে ন্যাশনাল রাউন্ড পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ের পরীক্ষার কাঠামো সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করে। তৃতীয় ধাপে, ন্যাশনাল রাউন্ডে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল রাউন্ডে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পায়। এ পর্যায়ে International Olympiads Bangladesh শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং, যাতায়াত, থাকা-খাওয়া ও ভ্রমণসহ সকল ক্ষেত্রে পূর্ণ সহায়তা প্রদান করে।
বর্তমানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা মালয়েশিয়া, থাইল্যান্ড, জর্ডান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

