১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ‎ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ‎ ‎ ‎‎ ‎ ‎ ‎ ‎ ‎ ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
টেকসিঁড়ি

বিটিআরসি’র চেয়ারম্যানের সাথে দেখা করলেন মার্কিন দূতাবাস প্রতিনিধি দল

টেকসিঁড়ি রিপোর্টঃ  বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে (John Fay) ও ইকোনোমিক অফিসার জেমস গার্ডিনার (James Gardiner)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান দপ্তরে সাক্ষাৎ করেন তারা।

মার্কিন প্রতিনিধিগণ টেলিযোগাযোগ খাতে দুই দেশের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের বিনোয়োগবান্ধব নীতির ফলে বিনিয়োগের জন্য লাভজনক দেশ বাংলাদেশ। দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অধিকতর বিনোয়োগে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Related posts

সি৬৩ মডেলের স্মার্টফোনের দাম কমালো রিয়েলমি

Tahmina

৭৮টি টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল দিচ্ছে বিটিআরসি

Tahmina

‘প্রাইভেট মোড’ ট্র্যাকিং মামলায় ৫ বিলিয়ন ডলারে নিষ্পত্তি করলো গুগল

Tahmina

Leave a Comment