টেকসিঁড়ি রিপোর্ট : ব্যক্তি পর্যায়ে অনলাইন ই-রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। নতুন করে রেজিষ্ট্রেশন করার জন্য যার ই-রিটার্ন সাবমিট করবেন, তার নামেই একটি মোবাইল সিম থাকতে হবে। সেটা এনআইডি ভেরিফাইড হতে হবে।
রবিবার ,৩ আগস্ট) এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
যা করতে হবে
অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক করা মোবাইল নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে। অনলাইনে রিটার্ন জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি রসিদ মিলবে। সব করদাতা ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন।
দেশের প্রায় ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী / টিন ধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়।
নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণির সব করদাতাদের জন্য ৪ আগস্ট, সোমবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ৪ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। উদ্বোধনের দিনই ১০ হাজার ২০২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
যাদের কর দেয়া লাগবে না
৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা ( সনদপত্র দাখিল সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া সব স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
শর্ত হিসেবে বলা হয়েছে, ৬৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ করদাতা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড ৪ আগস্ট থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য এই আদেশ জারি করেছে।
যদি যেকোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত কোনো সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তাহলে তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনের মাধ্যমে তারা কাগজভিত্তিক রিটার্ন দাখিল করতে পারবেন।
যেভাবে দেবেন
বর্তমানে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন।
অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সহায়তার জন্য এনবিআর কল সেন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে সেবা দিয়ে থাকে। কোনো সমস্যা হলে এনবিআর এর +8809643717171 এই কল সেন্টারের নম্বরে ফোন করার জন্য বলা হয়েছে।
মোবাইল সীম নেওয়া বাধ্যতামূলক করা যৌক্তিক কারণ তা নাহলে তো আপনার নামে যে কেউ রেজিষ্ট্রেশন করে বিপদে ফেলতে পারে। ওটিপি কোড তো গ্রাহকের কাছেই যেতে হবে। তবে অনেক গ্রাহক অনলাইন অফলাইন দুভাবেই ব্যবস্থা রাখার পক্ষে তাদের মতামত জানিয়েছেন। তবে সম্প্রতি ফেইসবুক মনিটাইজেশন ব্যাপক হারে প্রাপ্তির কারনে এই সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে অনেকে মত দিয়েছেন।