টেকসিঁড়ি ফিচারঃ চ্যাটজিপিটি বা যে কোনো এআই চ্যাটবট ব্যবহারের সময় ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি।
চ্যাটজিপিটি প্রতিদিন প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন প্রম্পটে সাড়া দেয়, যার মধ্যে ৩৩০ মিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে হয়। একটি সার্চ ইঞ্জিনের সাথে ইন্টারঅ্যাক্ট করার অভিজ্ঞতা এক বন্ধুর কাছ থেকে উত্তরের মতো। তবে এআই ভুল করতে পারে এটা মানুষ মাথায় রাখে না । মানুষ চ্যাটজিপিটির মতো এআই সরঞ্জামগুলি খুব অদ্ভুত উপায়ে ব্যবহার করছে ।
মানুষ স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের জন্য চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবটগুলির দিকে ঝুঁকছেন। সাম্প্রতিক একটি জরিপ অনুসারে, প্রতি ৬জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১জন মাসে অন্তত একবার স্বাস্থ্য তথ্যের জন্য এআই চ্যাটবট ব্যবহার করেন। তরুণদের ক্ষেত্রে এই সংখ্যা ৪ জনের মধ্যে ১জনে বেড়ে যায়।
যেহেতু এই মডেলগুলো আপনার দেওয়া তথ্য থেকে শিক্ষা নেয় এবং অনেক ক্ষেত্রে আপনার চ্যাট হিস্ট্রি মানব রিভিউয়ারদের দ্বারা যাচাই করা হতে পারে, তাই ৫টি বিষয় কখনোই চ্যাটজিপিটিকে বলা উচিত নয়।
ক. পাসওয়ার্ড এবং লগ-ইন ক্রেডেনশিয়াল (Passwords & Log-ins)
আপনার কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড, পিন (PIN), অথবা টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কোড শেয়ার করবেন না। হ্যাকাররা যদি আপনার ডিভাইসে অ্যাক্সেস পায় বা চ্যাট হিস্ট্রি কোনোভাবে ফাঁস হয়, তবে আপনার সব অ্যাকাউন্ট ঝুঁকির মুখে পড়বে।
খ. ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য (Personally Identifiable Information – PII)
আপনার পূর্ণ নাম, বাসার ঠিকানা, ফোন নম্বর, জন্মতারিখ বা জাতীয় পরিচয়পত্র (NID) নম্বরের মতো তথ্য দেবেন না। এই ডেটাগুলো যদি এআই-এর ডাটাবেসে জমা হয়, তবে তা আপনার ডিজিটাল নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
গ. ব্যাংকিং এবং আর্থিক তথ্য (Financial Details)
আপনার ক্রেডিট কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, সিভিভি (CVV) কোড বা আপনার ইনকাম ট্যাক্স ফাইল সংক্রান্ত কোনো সংবেদনশীল তথ্য লিখে কোন তথ্য জানবেন না। আর্থিক লেনদেনের কোনো স্ক্রিনশট বা ডিটেইলস শেয়ার করা থেকে বিরত থাকুন।
ঘ. কোম্পানির গোপন নথি বা প্রফেশনাল সিক্রেট (Confidential Work Data)
আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, তবে সেই কোম্পানির গোপন প্রজেক্টের পরিকল্পনা, ক্লায়েন্ট লিস্ট বা সোর্স কোড চ্যাটজিপিটিতে পেস্ট করবেন না। স্যামসাংয়ের মতো বড় বড় কোম্পানি তাদের কর্মীদের জন্য চ্যাটজিপিটি ব্যবহারে কঠোর নিয়ম করেছে কারণ একবার তথ্য ইনপুট করলে তা এআই এর প্রশিক্ষণের অংশ হয়ে যেতে পারে।
ঙ. গভীর ব্যক্তিগত গোপনীয় বিষয় (Deep Personal Secrets)
এমন কোনো ব্যক্তিগত সমস্যা বা অপ্রকাশিত বিষয় যা জানাজানি হলে আপনার সামাজিকভাবে সম্মানহানি হতে পারে, তা এআই এর সাথে শেয়ার না করাই ভালো। মনে রাখবেন, এআই আপনার বন্ধুর মতো কথা বললেও এটি একটি সফটওয়্যার মাত্র এবং আপনার ডেটা ক্লাউড সার্ভারে সংরক্ষিত থাকে।
দরকারি তথ্য – আপনি যদি চ্যাটজিপিটিকে আপনার ডেটা ব্যবহার করতে না দিতে চান, তবে সেটিংস থেকে “Chat History & Training” অপশনটি বন্ধ করে দিতে পারেন।



