টেকসিঁড়ি রিপোর্ট : শিশু সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে বিশ্বজুড়ে বড় ধরনের পরিবর্তন নিয়ে এলো জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম রবলক্স (Roblox)। চ্যাট ব্যবহারের জন্য রবলক্সে বাধ্যতামূলক হচ্ছে ‘এইজ ভেরিফিকেশন’ বা বয়স যাচাইকরন ব্যবস্থা।
ডিসেম্বরে নির্দিষ্ট কিছু বাজারে পরীক্ষামূলকভাবে এটি চালু করার পর এখন বিশ্বব্যাপী এই নিয়ম কার্যকর করছে কোম্পানিটি।
শিশু নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে একাধিক মামলা ও তদন্তের মুখে পড়ে এমন কঠোর পদক্ষেপ নিল রবলক্স। এখন থেকে রবলক্সের চ্যাট ফিচার ব্যবহার করতে হলে বিশ্বের সকল ব্যবহারকারীকে বাধ্যতামূলকভাবে ফেসিয়াল ভেরিফিকেশন বা মুখমণ্ডল যাচাইয়ের মাধ্যমে বয়স নিশ্চিত করতে হবে।
যেভাবে করতে হবে বয়স যাচাই
ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য রবলক্স অ্যাপ ওপেন করে ক্যামেরার অ্যাক্সেস দিতে হবে এবং স্ক্রিনে আসা নির্দেশনা অনুযায়ী ফেসিয়াল ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। রবলক্স জানিয়েছে, প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর ব্যবহারকারীর ছবি বা ভিডিও ডিলিট করে দেওয়া হবে। এই যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করছে থার্ড-পার্টি ভেন্ডর ‘পারসোনা’, তারাও কাজ শেষে সব তথ্য মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে।
১৩ বছর বা তার বেশি বয়সীরা চাইলে ফেসিয়াল ভেরিফিকেশনের বদলে পরিচয়পত্র দিয়েও বয়স যাচাই করতে পারবেন।
চ্যাট ফিচারের সীমাবদ্ধতা ও নিয়ম
রবলক্স স্পষ্ট করেছে যে, প্ল্যাটফর্মটি ব্যবহার করতে বয়স যাচাই বাধ্যতামূলক নয়, তবে চ্যাট বা যোগাযোগের ফিচারগুলো ব্যবহার করতে হলে এটি অবশ্যই করতে হবে। একবার বয়স যাচাই হয়ে গেলে ব্যবহারকারীরা তাদের সমমনা বয়সীদের সাথে চ্যাট করতে পারবেন। রবলক্স ব্যবহারকারীদের মোট ৬টি বয়স গ্রুপে ভাগ করেছে:
- ৯ বছরের নিচে
- ৯ থেকে ১২ বছর
- ১৩ থেকে ১৫ বছর
- ১৬ থেকে ১৭ বছর
- ১৮ থেকে ২০ বছর
- ২১ বছরের বেশি
ব্যবহারকারীরা কেবল তাদের নিজস্ব গ্রুপ এবং তার ঠিক উপরের ও নিচের গ্রুপের সাথে যোগাযোগ করতে পারবেন। যেমন: ৯-১২ বছর বয়সীরা নিজেদের গ্রুপ ছাড়াও ৯ বছরের নিচের এবং ১৩-১৫ বছর বয়সীদের সাথে চ্যাট করতে পারবে। তবে ৯ বছরের নিচের শিশুদের জন্য চ্যাট অপশন ডিফল্টভাবে বন্ধ থাকবে, যদি না তাদের অভিভাবক বয়স যাচাইয়ের পর অনুমতি দেন।
কেন এই কঠোর পদক্ষেপ?
টেক্সাস এবং লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেলসহ একাধিক পক্ষ রবলক্সের বিরুদ্ধে শিশু নিরাপত্তার অভাব, গ্রুমিং এবং আপত্তিকর কন্টেন্ট প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেছে। এতদিন কেবল জন্মসাল দিয়ে অ্যাকাউন্ট খোলা যেত, যা ভুল তথ্য দেওয়ার সুযোগ রাখত।
রবলক্সের দাবি, নতুন এই ফেসিয়াল ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারকারীদের সঠিক বয়স নির্ধারণে অনেক বেশি কার্যকর হবে এবং শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।
যদি কোনো ব্যবহারকারীর বয়স ভুলভাবে নির্ধারিত হয়, তবে তারা পরিচয়পত্র বা অভিভাবকের মাধ্যমে আপিল করার সুযোগ পাবেন। এছাড়া রবলক্স কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর আচরণ পর্যবেক্ষণ করবে। যদি কারো আচরণ তার বয়সের সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে হয়, তবে তাকে পুনরায় বয়স যাচাই করতে বলা হবে।



