টেকসিঁড়ি রিপোর্ট : ব্রাজিলের বাজারে অ্যাপ স্টোরের একচেটিয়া আধিপত্য নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড়সড় ছাড় দিতে বাধ্য হলো টেক জায়ান্ট অ্যাপল। ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানের পর ব্রাজিল এখন বিশ্বের অন্যতম বাজার হতে যাচ্ছে যেখানে অ্যাপলের ‘ক্লোজড ইকোসিস্টেম’ বা বদ্ধ ব্যবস্থা শিথিল হচ্ছে।
ব্রাজিলের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা CADE (Administrative Council of Economic Defense)-এর সাথে একটি সমঝোতায় পৌঁছেছে তারা। এই চুক্তির ফলে ব্রাজিলের আইফোন ব্যবহারকারীরা এখন থেকে বিকল্প অ্যাপ স্টোর এবং পেমেন্ট সিস্টেম ব্যবহারের সুযোগ পাবেন।
আইফোন ব্যবহারকারীরা এখন থেকে শুধু অ্যাপলের অফিশিয়াল অ্যাপ স্টোর নয়, বরং তৃতীয় পক্ষের (Third-party) অ্যাপ স্টোর থেকেও অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ ডেভেলপাররা তাদের অ্যাপের ভেতরেই অ্যাপলের নিজস্ব পেমেন্ট পদ্ধতির পাশাপাশি অন্য পেমেন্ট গেটওয়ে যুক্ত করতে পারবেন। এমনকি ব্যবহারকারীদের অ্যাপের বাইরে গিয়ে পেমেন্ট করার জন্য লিংক বা বাটনও দেওয়া যাবে।
বিকল্প পেমেন্ট বা স্টোর ব্যবহারের সময় অ্যাপল ব্যবহারকারীদের সতর্কবার্তা দিতে পারবে, তবে সেটি হতে হবে একদম নিরপেক্ষ এবং সহজ। কোনোভাবেই ব্যবহারকারীকে নিরুৎসাহিত করা বা বাড়তি ধাপ যোগ করা যাবে না।
এর আগে, ২০২২ সালে ল্যাটিন আমেরিকার ই-কমার্স জায়ান্ট MercadoLibre অ্যাপলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিল। তাদের দাবি ছিল, অ্যাপল বাজারে অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে। দীর্ঘ তদন্ত শেষে এই সমঝোতা হলো।
চুক্তি অনুযায়ী, অ্যাপলকে পরবর্তী ১০৫ দিনের মধ্যে উপরের পরিবর্তনগুলো কার্যকর করতে হবে। অন্যথায় তাদের বিশাল অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।



