টেকসিঁড়ি রিপোর্ট : তরুণ প্রজন্মের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে ওপেনএআই তাদের চ্যাটজিপিটিতে একটি নতুন ফিচার যুক্ত করেছে। এটি হলো ‘এজ প্রেডিকশন’ বা বয়স অনুমান করার ফিচার ।
এই ফিচারের মূল লক্ষ্য হলো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের শনাক্ত করা এবং তাদের সাথে কথোপকথনের ক্ষেত্রে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা।
বিগত কয়েক বছরে শিশুদের ওপর চ্যাটজিপিটির প্রভাব নিয়ে ওপেনএআই কঠোর সমালোচনার মুখে পড়েছে। বেশ কিছু কিশোর-কিশোরীর আত্মহত্যার ঘটনার সাথে এই চ্যাটবটের যোগসূত্র পাওয়া গেছে।
এ ছাড়াও, অন্যান্য এআই প্রতিষ্ঠানের মতো ওপেনএআই-ও অপ্রাপ্তবয়স্কদের সাথে যৌনতাবিষয়ক আলোচনার সুযোগ দেওয়ার কারণে সমালোচিত হয়েছে। গত বছরের এপ্রিলে কোম্পানিটি একটি বাগ সংশোধন করতে বাধ্য হয় যা ১৮ বছরের কম বয়সীদের জন্য যৌন উদ্দীপক কন্টেন্ট তৈরি করছিল ।
ওপেনএআই মঙ্গলবার , ২০ জানুয়ারি, এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই নতুন ফিচারটি একটি বিশেষ এআই অ্যালগরিদম ব্যবহার করে ব্যবহারকারীর অ্যাকাউন্টের বিভিন্ন ‘আচরণগত এবং অ্যাকাউন্ট-লেভেল সিগন্যাল’ বিশ্লেষণ করবে। এই সংকেতগুলোর মধ্যে রয়েছে ব্যবহারকারীর দেওয়া বয়স, অ্যাকাউন্টটি কতদিন ধরে সচল আছে এবং দিনের কোন সময়ে অ্যাকাউন্টটি সাধারণত বেশি ব্যবহৃত হয়।
কোম্পানিটি ইতিমধ্যেই যৌনতা, সহিংসতা এবং অন্যান্য বিতর্কিত বিষয়গুলো ১৮ বছরের কম বয়সীদের জন্য ফিল্টার করার ব্যবস্থা রেখেছে। নতুন এই বয়স অনুমান প্রযুক্তি যদি কোনো অ্যাকাউন্টকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করে, তবে ওই ফিল্টারগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যাবে।
তবে কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী যদি ভুলবশত ‘অপ্রাপ্তবয়স্ক’ হিসেবে চিহ্নিত হন, তবে সেটি সংশোধনের সুযোগও থাকছে। সেক্ষেত্রে ব্যবহারকারীকে ওপেনএআই-এর আইডি ভেরিফিকেশন পার্টনার ‘পারসোনা’ (Persona)-র কাছে একটি সেলফি জমা দিয়ে নিজের বয়স প্রমাণ করতে হবে।


