টেকসিঁড়ি রিপোর্ট : বাংলাদেশে উচ্চতর শিক্ষা, গবেষণা এবং মেশিন লার্নিংভিত্তিক দক্ষতা উন্নয়নকে আরও গতিশীল করতে এক অভাবনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ । ১৪ জানুয়ারি, বুধবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে দেশের প্রথম সরকারি শেয়ারএবল ক্লাউড ফ্যাসিলিটি।
এটি মূলত একটি শক্তিশালী ক্লাউড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে ২০টিরও বেশি বিশ্বমানের ‘NVIDIA Volta Architecture Tensor Core GPU’ ইন্টিগ্রেট করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন ক্লাউড সুবিধা বাংলাদেশে এটাই প্রথম।
এই অবকাঠামোটি দেশের প্রযুক্তি খাতে গবেষণার সংজ্ঞাই বদলে দিতে পারে। স্পেসিফিকেশন অনুযায়ী, এখানকার একটি মাত্র GPU প্রায় ৪৫টি CPU-এর সমান শক্তি প্রদান করতে সক্ষম। অর্থাৎ, পুরো প্ল্যাটফর্মটি সম্মিলিতভাবে ৯০০টিরও বেশি CPU-এর সমতুল্য কম্পিউটেশনাল ক্ষমতা এবং সর্বোচ্চ ২,২৪০ তেরাফলপস (teraFLOPS) ডিপ লার্নিং ক্যাপাসিটি অফার করছে। এই বিশাল ক্ষমতা মেশিন লার্নিং ভিত্তিক ডেটাসেট ট্রেনিং এবং জটিল গাণিতিক সমস্যা সমাধানে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
এই শক্তিশালী অবকাঠামোর মাধ্যমে হাই-পারফরম্যান্স কম্পিউটিং (HPC) কার্যক্রম যেমন—জিও-সায়েন্স মডেলিং, থ্রেট ইন্টেলিজেন্স এবং অ্যাডভান্সড মেশিন লার্নিং মডেলের ট্রেনিং পরিচালনা করা সম্ভব হবে। পুরো ক্লাউড ফ্যাসিলিটিটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)-এর ন্যাশনাল ডেটা সেন্টার টিম, যারা এর নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে।
যারা ছোট আকারের এআই (AI) মডেল সিমুলেশন, ট্রেনিং কিংবা ইনফারেন্স টেস্ট করতে চান, তাদের জন্য এটি একটি অনন্য প্ল্যাটফর্ম। দেশের আগ্রহী গবেষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানসমূহকে এই সুবিধা ব্যবহারের জন্য উৎসাহিত করা হচ্ছে। এই সেবা গ্রহণে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে [[email protected]]এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার ডাক , টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এর বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়ব এর ফেইসবুক পোস্ট থেকে


