টেকসিঁড়ি রিপোর্ট : জ্ঞান, সৃজনশীলতা এবং প্রযুক্তির প্রতি ভালোবাসা থেকে আগামী ১৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ডুয়েট রোবোটিক্স ক্লাব আয়োজন করতে যাচ্ছে ডুয়েট টেকফেস্ট ২০২৫।
ভেন্যু ঢাকা ইউনিভার্সিটি অভ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি , ডুয়েট গাজীপুর ক্যাম্পাস।
এক গুচ্ছ প্রতিযোগিতা নিয়ে শুক্রবার দিন ব্যাপি চলবে এই উৎসব । প্রতিযোগিতাগুলো হলো, লাইন ফলোয়ার রোবট, সকার বট, ড্রোন রেসিং, প্রজেক্ট একজিবিশন, রোবো কাড, ভিএলএসআই ভিশন কোয়েস্ট , ই ফুটবল গেমিং কনটেস্ট এবং আইসিটি অলিম্পিয়াড ।
প্রতিটি প্রতিযোগিতায় নির্দিস্ট রেজিস্ট্রেশন ফি থাকলেও আইসিটি অলিম্পিয়াডে কোন ফি নাই । এতে অংশ নিতে পারবে ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা।
১৩ ডিসেম্বর ছিল উৎসবে অংশ নেয়ার রেজিস্ট্রেশন করার শেষ তারিখ। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়।


