টেকসিঁড়ি রিপোর্ট : ক্যালিফোর্নিয়া ছাড়ছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। জানা গেছে, ব্যবসায়িক কাঠামো পরিবর্তন ও নেভাদা মুখী যাত্রার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ডিসেম্বর মাসে সের্গেই ব্রিনের বিনিয়োগ ও স্বার্থ সংশ্লিষ্ট ১৫টি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি (LLC) ক্যালিফোর্নিয়া থেকে বিলুপ্ত করে নেভাদা অঙ্গরাজ্যের অধীনে নিবন্ধিত করা হয়েছে। এই কোম্পানিগুলোর মধ্যে ব্রিনের একটি সুপারইয়াট (বিলাসবহুল নৌকা) এবং সান জোসে আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রাইভেট টার্মিনালের মালিকানা ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে ।
একই পথে হাঁটছেন গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ। ৪৫টি এলএলসি (LLC) সম্প্রতি ক্যালিফোর্নিয়ার রাজ্যের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া প্রতিবেদনে জানানো হয়েছে যে, পেজের সাথে সংশ্লিষ্ট একটি ট্রাস্ট চলতি সপ্তাহে ফ্লোরিডার মিয়ামিতে ৭১.৯ মিলিয়ন ডলার দিয়ে একটি বিশাল প্রাসাদ কিনেছেন।
বিশেষজ্ঞদের ধারণা, ক্যালিফোর্নিয়ার প্রস্তাবিত ব্যালট ব্যবস্থার কর এড়াতেই তারা এই পদক্ষেপ নিচ্ছেন। ওই প্রস্তাবে ১০০ কোটি ডলারের বেশি নিট সম্পদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের কথা বলা হয়েছে। যদি আগামী নভেম্বরের নির্বাচনে এই প্রস্তাব পাস হয়, তবে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত যারা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন, তাদের সবার ওপর এটি পূর্ববর্তী তারিখ থেকে (retroactively) কার্যকর হবে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন দুজনেরই এখনও ক্যালিফোর্নিয়ায় নিজস্ব বাড়ি রয়েছে। তবে তাদের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগ সরিয়ে নেওয়ার ধরন ইঙ্গিত দিচ্ছে যে, তারা রাজ্যের সম্ভাব্য উচ্চ কর ফাঁদ থেকে নিজেদের সম্পদ রক্ষা করতে চাইছেন।


