টেকসিঁড়ি রিপোর্ট : হাইস্কুল বা শৈশবে শখের বশে তৈরি করা অদ্ভুত বা অপেশাদার জিমেইল আইডি নিয়ে যারা অস্বস্তিতে ছিলেন, তাদের জন্য গুগল নিয়ে এল বড় সুখবর। এখন থেকে নতুন অ্যাকাউন্ট না খুলেই পরিবর্তন করা যাবে বিদ্যমান জিমেইল অ্যাড্রেস। গুগলের সহায়তা পেজের (Support Page) একটি সাম্প্রতিক আপডেট থেকে এই তথ্য জানা গেছে।
গুগল আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রেস রিলিজ দেয়নি, তবে টেক কমিউনিটি এবং ইউজার ফোরাম গুলোতে এই নতুন ফিচারের স্ক্রিনশট ও তথ্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
অ্যাড্রেস পরিবর্তন করলেও ব্যবহারকারীর আগের সব ইমেল, গুগল ড্রাইভের ফাইল, ফটো এবং অন্যান্য সার্ভিস আগের মতোই থাকবে। কোনো ডেটা মুছে যাবে না। নতুন আইডি নিলেও পুরনো আইডিটি স্বয়ংক্রিয়ভাবে একটি ‘অ্যালিয়াস’ হিসেবে আপনার অ্যাকাউন্টে থেকে যাবে।
অর্থাৎ, কেউ যদি আপনার পুরনো আইডিতে মেইল পাঠায়, তবে সেটি আপনার নতুন ইনবক্সেই আসবে।নতুন এবং পুরনো—উভয় অ্যাড্রেস ব্যবহার করেই গুগল সার্ভিসে লগ-ইন করা যাবে।
তবে একবার অ্যাড্রেস পরিবর্তন করলে পরবর্তী ১২ মাসের মধ্যে আর কোনো পরিবর্তন করা যাবে না। এছাড়া প্রতিটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৩ বার নাম পরিবর্তন করে মোট ৪টি আইডি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।
মজার বিষয় হলো, গুগলের এই আপডেটটি বর্তমানে শুধুমাত্র তাদের হিন্দি ভাষার সাপোর্ট পেজে দেখা যাচ্ছে। ইংরেজি সংস্করণে এখনও বলা হচ্ছে যে, জিমেইল অ্যাড্রেস সাধারণত পরিবর্তন করা যায় না। এর থেকে ধারণা করা হচ্ছে, গুগল ভারত বা হিন্দিভাষী অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি পরীক্ষামূলকভাবে আগে চালু করতে পারে। তবে সাপোর্ট পেজে উল্লেখ করা হয়েছে যে, এটি পর্যায়ক্রমে সারা বিশ্বের সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
কিভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টে এই ফিচার এসেছে কিনা?
১. কম্পিউটার থেকে আপনার গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন। ২. বামদিকের মেনু থেকে ‘Personal info’ নির্বাচন করুন। ৩. এরপর ‘Email’ অপশনে গিয়ে ‘Google Account email’-এ ক্লিক করুন। ৪. যদি আপনার অ্যাকাউন্টে ফিচারটি এসে থাকে, তবে আপনি ইমেল পরিবর্তন বা এডিট করার অপশন দেখতে পাবেন।


