টেকসিঁড়ি রিপোর্টঃ ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর শক্তিশালী LVM3-M6 (যাকে বিজ্ঞানীরা ভালোবেসে ‘বাহুবলী’ রকেট বলেন) রকেটের মাধ্যমে মহাকাশে পাড়ি দিল মার্কিন সংস্থা এএসটি স্পেসমোবাইল-এর তৈরি আধুনিক যোগাযোগ উপগ্রহ ‘ব্লু-বার্ড ৬’।
ইসরো প্রধান ড. ভি নারায়ণন এই মিশনকে ‘সম্পূর্ণ সফল’ বলে ঘোষণা করেছেন। তিনি জানান, ভারতীয় রকেটে এত ভারী উপগ্রহ উৎক্ষেপণ করার মাধ্যমে বিশ্ব মহাকাশ বাজারে ভারতের বাণিজ্যিক সক্ষমতা কয়েক গুণ বেড়ে গেল। এর আগে ভারত ৪,৪০০ কেজি বা ৪,৭০০ কেজি ওজনের স্যাটেলাইট উৎক্ষেপণ করলেও, ৬ টনের বেশি ওজনের স্যাটেলাইট ভারতীয় মাটি থেকে এই প্রথম পাঠানো হলো।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সাফল্যে বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বলেন, “এটি ভারতের মহাকাশ যাত্রায় এক গর্বের মাইলফলক। আমাদের ‘বাহুবলী’ রকেট আবারও প্রমাণ করল যে ভারত ভারী উপগ্রহ বহনে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য দেশ।”
এই মিশনের সাফল্যের ফলে ভবিষ্যতে ভারতের নিজস্ব মানব মহাকাশ অভিযান (গগনযান) এবং বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণের বাজার আরও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।



