টেকসিঁড়ি রিপোর্ট : নতুন বছরের শুরুতেই একটি বড় ধাক্কা খেয়েছে ভারতের টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vi) । ১ জানুয়ারি, ২০২৬ তারিখে কোম্পানিটি প্রায় ৬৩৮ কোটি টাকা (প্রায় ৭৬ মিলিয়ন ডলার) জিএসটি (GST) জরিমানার নোটিশ পেয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, এই জরিমানা এমন এক সময়ে এসেছে যখন মাত্র একদিন আগেই ভারত সরকার কোম্পানিটিকে বড় ধরনের আর্থিক স্বস্তি (AGR Dues Relief) দিয়েছিল।
আহমেদাবাদের সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (CGST) কর্তৃপক্ষ ৬৩৭.৯ কোটি টাকার এই জরিমানা আরোপ করেছে। কর্তৃপক্ষের অভিযোগ, কোম্পানিটি কর কম জমা দিয়েছে এবং ভুলভাবে ‘ইনপুট ট্যাক্স ক্রেডিট’ (ITC) সুবিধা গ্রহণ করেছে। এদিকে ভোডাফোন আইডিয়া এই আদেশের সঙ্গে একমত নয়। তারা জানিয়েছে যে, তারা এই জরিমানার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং আপিল করবে।
এই সপ্তাহটি ভোডাফোন আইডিয়ার জন্য মিশ্র অভিজ্ঞতার ছিল। একদিকে সরকারের কাছ থেকে বড় ছাড়, অন্যদিকে এই নতুন ট্যাক্স নোটিশ।
সরকার কোম্পানির মোট ৮৭,৬৯৫ কোটি টাকার AGR বকেয়া পরবর্তী ৫ বছরের জন্য স্থগিত (Moratorium) করেছে। কোম্পানিকে এখন ২০৩১ সালের আগে কোনো টাকা দিতে হবে না। ২০৩১ থেকে ২০৪১ সালের মধ্যে এই টাকা কিস্তিতে শোধ করা যাবে।
উল্লেখ্য ভারত সরকার বর্তমানে এই কোম্পানির প্রায় ৪৯% শেয়ারের মালিক।
যদিও ৭০-৭৬ মিলিয়ন ডলারের এই জরিমানা কোম্পানির বিশাল ঋণের তুলনায় খুব বড় নয়, তবে এটি দেখায় যে কোম্পানিটিকে এখনও অনেক আইনি ও প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হচ্ছে।
উল্লেখ্য, ভারত সরকার চাইছে বাজারে অন্তত তিনটি বেসরকারি টেলিকম সংস্থা (Jio, Airtel, Vi) টিকে থাকুক, যাতে প্রতিযোগিতা বজায় থাকে।


