টেকসিঁড়ি রিপোর্ট : ইউটিউবে ভিডিও দেখতে গিয়ে কি আপনিও সমস্যার সম্মুখীন হচ্ছেন? সাম্প্রতিক সময়ে অনেক ব্যবহারকারী অভিযোগ করছেন যে, ভিডিও প্লে করতে গেলেই ‘This content isn’t available’ (এই কনটেন্টটি উপলব্ধ নেই) মেসেজ দেখাচ্ছে। ধারণা করা হচ্ছে, অ্যাড ব্লকার ব্যবহারকারীদের বাধা দিতে এটি ইউটিউবের নতুন একটি কৌশল।
গত এক সপ্তাহ ধরে উইন্ডোজ এবং ম্যাক ডেস্কটপ ব্যবহারকারীরা ইউটিউব চালাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক ক্ষেত্রে ভিডিওর শুরুতে তো বটেই, এমনকি ‘আপনার দেশে এই ভিডিওটি দেখার অনুমতি নেই’—এমন বিভ্রান্তিকর বার্তাও দেখা যাচ্ছে। উল্লেখ্য যে, ২০২৫ সালের নভেম্বরেও ইউটিউবের ইউজার ইন্টারফেসে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছিল, যার ফলে সাইটের অনেক গুরুত্বপূর্ণ বাটন অদৃশ্য হয়ে গিয়েছিল।
তদন্তে দেখা গেছে, গুগল ক্রোম বা ফায়ারফক্সের মতো ব্রাউজারে যেখানে অ্যাড ব্লকার (যেমন: uBlock Origin) সক্রিয় আছে, সেখানেই এই সমস্যাটি বেশি হচ্ছে। অন্যদিকে, যে ব্রাউজারে (যেমন: সাফারি) কোনো অ্যাড ব্লকার নেই, সেখানে ভিডিওগুলো অনায়াসেই চলছে।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, অ্যাড ব্লকারটি পজ বা বন্ধ করার সাথে সাথেই পেজটি নিজে থেকেই রিফ্রেশ হচ্ছে এবং ভিডিও চলতে শুরু করছে। ইউটিউব কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি, তবে বিশেষজ্ঞরা একে ‘অ্যাড ব্লকারের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবেই দেখছেন।
ইউটিউব যদি স্থায়ী কোনো সমাধান না দেয়, তবে ব্যবহারকারীরা নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে সাময়িকভাবে ভিডিও দেখতে পারেন:
ভিপিএন ও অ্যাকাউন্ট: ভিপিএন (VPN) বন্ধ করা অথবা অন্য কোনো ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করলেও অনেক ক্ষেত্রে কাজ হচ্ছে।
ট্রিক ব্যবহার: ত্রুটিযুক্ত মেসেজের নিচে থাকা নীল রঙের ‘Learn more’ বাটনে ক্লিক করে সাথে সাথে ব্রাউজারের ‘Back’ বাটনে চাপ দিলে অনেক সময় ভিডিও চালু হয়ে যায়।
রিফ্রেশ: কয়েকবার পেজ রিফ্রেশ করলে ভিডিও শুরু হতে পারে।
অ্যাড ব্লকার পরিবর্তন: ইউটিউবের জন্য বিশেষভাবে তৈরি অ্যাড ব্লকার ব্যবহার করে দেখা যেতে পারে।


