টেকসিঁড়ি রিপোর্ট : সেমিকন্ডাক্টর শিল্পের অন্যতম জায়ান্ট মারভেল টেকনোলজি নেটওয়ার্কিং সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান এক্স-কন টেকনোলজিসকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ মারভেল জানিয়েছে যে, তারা ৫৪০ মিলিয়ন ডলারের বিনিময়ে ক্যালিফোর্নিয়া-ভিত্তিক এক্স-কন-কে অধিগ্রহণ করতে যাচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো তৈরির দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই বড় পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি। এই ঘোষণার পরপরই শেয়ার বাজারে মারভেলের শেয়ারের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে গেছে।
বিশ্লেষকদের মতে, সেলেস্টিয়াল এআই (Celestial AI)-এর পর এক্স-কন-কে কেনার সিদ্ধান্তটি মারভেলকে এআই অবকাঠামো খাতে একটি পূর্ণাঙ্গ সমাধানদাতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। মারভেলের এই প্রসারণ এআই চিপ বাজারে এনভিডিয়ার একক আধিপত্য কমাতে পারবে বলে বলছেন অনেকে।
পেমেন্ট পদ্ধতিতে ৬০ শতাংশ নগদে এবং বাকি ৪০ শতাংশ মারভেলের শেয়ারের (প্রায় ২.৫ মিলিয়ন শেয়ার) মাধ্যমে পরিশোধ করা হবে। ২০২৬ সালের শুরুর দিকেই এই চুক্তি চূড়ান্তভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এক্স-কন টেকনোলজিস মূলত ডাটা সেন্টারের জন্য অত্যাধুনিক PCIe এবং CXL সুইচিং সিলিকন বা চিপ তৈরি করে। এআই-এর যুগে এর গুরুত্ব অপরিসীম। এআই ডাটা সেন্টারগুলোতে হাজার হাজার প্রসেসর বা এক্সপিইউ (XPU) একসাথে কাজ করে। এক্স-কনের প্রযুক্তি এই প্রসেসরগুলোর মধ্যে অতি দ্রুত এবং নিরবচ্ছিন্ন ডেটা আদান-প্রদান নিশ্চিত করে। মারভেল তাদের ‘Ultra Accelerator Link’ (UALink) টিমের শক্তি বাড়াতে এক্স-কনের অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের কাজে লাগাবে। এটি নেক্সট-জেনারেশন এআই সিস্টেমের একটি ওপেন স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করবে।
এআই চিপ ও নেটওয়ার্কিং বাজারে বর্তমানে ব্রডকম (Broadcom) এবং এনভিডিয়া (Nvidia)-র একচ্ছত্র আধিপত্য চলছে। মারভেল এই চুক্তির মাধ্যমে তাদের টেক্কা দিতে চায়।
এক্স-কন বর্তমানে ২০টিরও বেশি বড় গ্রাহকের সাথে কাজ করছে। তাদের তৈরি PCIe 5 এবং CXL 2.0 চিপগুলো এখন বাজারে রয়েছে এবং আরও উন্নত PCIe 6 চিপগুলো পরীক্ষামূলক পর্যায়ে আছে। মারভেল আশা করছে, ২০২৭ সালের শেষ নাগাদ এই নতুন প্রযুক্তি থেকে তাদের আয় শুরু হবে এবং ২০২৮ সাল নাগাদ তা ১০০ মিলিয়ন ডলারে পৌঁছাবে।



