টেকসিঁড়ি রিপোর্ট : National Equipment Identity Register (NEIR) এনইআইআর সিস্টেম চালুর জন্য দেশের সকল মোবাইলফোন ব্যবসায়ীদের এর আগে আমদানিকৃত মোবাইল হ্যান্ডসেটসমূহের মধ্যে অবিক্রিত/স্থিত সকল মোবাইল হ্যান্ডসেটসমূহের IMEI ও সংশ্লিষ্ট তথ্য NEIR সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় দেয়া হয়েছিলো।
বিটিআরসি জানিয়েছে, অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী আজ অবধি তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য কমিশনে দাখিল করতে পারে নি।
যে সকল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনো তাদের অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহের তথ্য দাখিল করতে পারেননি তাদের সুবিধার্থে ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখের পরিবর্তে আগামী ১ জানুয়ারি, ২০২৬ এ এনইআইআর সিস্টেম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ প্রেক্ষিতে, অবিক্রিত/স্থিত মোবাইল হ্যান্ডসেটসমূহ নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বাড়ানো হলো।
এ অবস্থায়, সরকারের পক্ষ থেকে হ্যান্ডসেটসমূহের IMEI ও সংশ্লিষ্ট তথ্যাদি NEIR সিস্টেমে অন্তর্ভুক্তকরণের জন্য আগামী ৩১/১২/২০২৫ এর মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট অনুযায়ী তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল মোবাইল ফোন ব্যবসায়ীগণকে অনুরোধ জানানো হলো।


