টেকসিঁড়ি রিপোর্টঃ মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার পর এখন আর অবৈধ হ্যান্ডসেট নিবন্ধনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রবিবার , ৪ জানুয়ারি দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।
ফয়েজ আহমদ তৈয়্যব স্পষ্ট করে বলেন, “মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে আমদানিতে শুল্ক কমানো হয়েছে। তাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করার কোনো সুযোগ নেই।”
তিনি অভিযোগ করেন যে, কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগ দেওয়ার পরও কিছু ব্যবসায়ী বিশৃঙ্খলা সৃষ্টি করে ‘অপরাধের লাইসেন্স’ চাচ্ছেন। দোকানপাট বন্ধ রেখে রাস্তা অবরোধের মতো কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। সম্প্রতি বিটিআরসি ভবনে যারা হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন বিশেষ সহকারী।
এদিকে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী ভাঙচুরের ফলে প্রতিষ্ঠানের বিভিন্ন কারিগরি ও অবকাঠামো গত ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেন। বিশেষ সহকারী ক্ষতিগ্রস্ত প্রতিটি বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। সরকার সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ফোন বাজারে শৃঙ্খলা ফেরানো, বৈধ ব্যবসা সুরক্ষা এবং রাজস্ব নিশ্চিত করতেই এই নীতিগত অবস্থান নেওয়া হয়েছে।


