টেকসিঁড়ি রিপোর্ট : বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন অলিম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে এবং ২০২৬ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণে রাজধানীর বিডিওএসএন অফিসে অনুষ্ঠিত হলো ‘অলিম্পিয়াড ওপেন ডে ২০২৬’।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ আয়োজনে গত ২ জানুয়ারি এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত বিভিন্ন অলিম্পিয়াডের তথ্য এবং ২০২৬ সালের বিস্তারিত পরিকল্পনা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে তুলে ধরা হয়।
এবারের সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (IRO) নিয়ে বিশেষ সেশন। বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের প্রধান রোবোটিকস কোচ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ দলের সাফল্য গাঁথা তুলে ধরেন। একইসাথে ২০২৬ সালে বাংলাদেশ পর্বের প্রস্তুতি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোকপাত করেন।
খুদে মেডেলিস্টদের অভিজ্ঞতা বিনিময়
অনুষ্ঠানে ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়া থেকে পদকজয়ী দুই খুদে শিক্ষার্থী তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করে। জুবাইদাহ জাফরিন (৩য় শ্রেণি) পদক জয়ের অভিজ্ঞতা ও রোবট নিয়ে কাজ করার আনন্দ বিনিময় করে। মোহাম্মদ জারিফ বিন সালেক (৭ম শ্রেণি) আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতার চ্যালেঞ্জ ও প্রস্তুতির গল্প শোনায়।
পাশাপাশি দুইজন অভিভাবকও অলিম্পিয়াড যাত্রায় তাদের সন্তানদের সহযোগিতা করার অভিজ্ঞতা এবং এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি আলোচকদের প্রশ্ন করার সুযোগ পান। আয়োজকদের পক্ষ থেকে বছরজুড়ে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ও অন্যান্য বিজ্ঞানভিত্তিক অলিম্পিয়াড নিয়ে বিভিন্ন কর্মশালা ও প্রশিক্ষণের পরিকল্পনা শেয়ার করা হয়। প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও বড় সাফল্যের আশাবাদ ব্যক্ত করে সেমিনারটি শেষ হয়।
উল্লেখ্য বাংলাদেশ দল ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় ১টি স্বর্ণ পদক সহ ১১টি পদক অর্জন করেছে । এর মধ্যে ১ টি স্বর্ণ , ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল মেডেল। রোবটিক্সের আন্তর্জাতিক এই উৎসবে বাংলাদেশের ১০ সদস্যের দল অংশ নেয়।
আরও পড়ুন
২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ১টি স্বর্ণ সহ ১১টি পদক অর্জন



