টেকসিঁড়ি রিপোর্ট : ও’ ফ্যানস ফেস্টিভালে উদ্দীপনা বাড়াতে বাজারে নতুন অপো এ৬এক্স নিয়ে এলো গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গত ৪ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে।
প্রধান আকর্ষণ হিসেবে ফোনটিতে রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। অ্যাপ পরিবর্তন থেকে শুরু করে কনটেন্ট স্ট্রিমিং, কিংবা ক্লাস অথবা মিটিংয়ের ফাঁকে দ্রুত গেমিং; সবই করা যায় তাৎক্ষণিক ও সাবলীলভাবে।
দেশজুড়ে অপোর সকল অনুমোদিত আউটলেট ও অনলাইন চ্যানেলে অপো এ৬এক্স-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ১৩,৯৯০ টাকায়।
এ৬এক্সে ব্যবহার করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা ব্যস্ততম দিনের পরেও ফোনটিকে সচল রাখতে সক্ষম। এতে ব্যবহারকারীরা চার্জ দেওয়ার চিন্তা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা প্রোডাক্টিভিটি, বিনোদন, ফটোগ্রাফি ও কমিউনিকেশন চালিয়ে যেতে পারেন।
যুক্ত হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও পরিচ্ছন্ন ভিজ্যুয়াল। ফল হিসেবে, ভিডিও দেখা এখন আরও প্রাণবন্ত হবে; ফটো ব্রাউজিং হবে আরও সাবলীল ও চোখের জন্য আরামদায়ক।
ডিভাইসটি আইস ব্লু ও প্লাম পার্পলের মতো অনন্য দুইটি রঙে নিয়ে এসেছে । অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিসট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “যারা প্রতিদিনের সক্ষমতা ও বিনোদনের ক্ষেত্রে নির্ভরযোগ্য ডিভাইস চান, তাদের জন্য বিশেষভাবে অপো এ৬এক্স নিয়ে আসা হয়েছে। এর স্ন্যাপড্রাগন ৬৮৫ ও ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে।’



