টেকসিঁড়ি রিপোর্ট : এখন থেকে ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ‘কভার ফটো’ যুক্ত করতে পারবেন। মেটা তাদের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই নিয়ে আসছে নতুন এই পরিবর্তন।
মূলত ব্যবহারকারীদের ডিজিটাল প্রোফাইলকে আরও বেশি ব্যক্তিগত এবং আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এতদিন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র একটি গোলাকার প্রোফাইল ছবি ব্যবহারের সুযোগ থাকলেও এখন থেকে প্রোফাইলের ওপরের অংশে একটি চওড়া (১৬:৯ অনুপাতের) ব্যানার বা কভার ফটো দেখা যাবে। এর ফলে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিত্ব, পছন্দের কোনো দৃশ্য বা প্রিয় উক্তি আরও স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারবেন।
কভার ফটো যোগ করার পাশাপাশি এর গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষার দিকেও কড়া নজর দিয়েছে মেটা। ব্যবহারকারীরা নিজেই ঠিক করতে পারবেন তার কভার ফটোটি কারা দেখতে পাবেন।
প্রাইভেসির ক্ষেত্রে তিনটি অপশন থাকতে পারে:
সবার জন্য (Everyone): আপনার কন্টাক্ট লিস্টে না থাকলেও সবাই দেখতে পাবে।
শুধুমাত্র কন্টাক্ট (My Contacts): আপনার সেভ করা নাম্বারগুলোই শুধু কভার ফটো দেখবে।
কেউ না (Nobody): প্রোফাইলটি সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে।
প্রাথমিকভাবে এই ফিচারটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের জন্য চালু ছিল। তবে বর্তমানে এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ভার্সনের সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক বা ‘বিটা’ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই নতুন আপডেটের মাধ্যমে বিশ্বের সকল ব্যবহারকারীর ফোনে এই সুবিধা পৌঁছে যাবে বলে জানিয়েছে মেটা ।


