টেকসিঁড়ি রিপোর্ট : শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণের পর সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) বা ইসরো এর একটি রকেট কক্ষপথ থেকে বিচ্যুত হয়েছে। এতে একটি অত্যাধুনিক নজরদারি উপগ্রহ এবং ১৬টি বিভিন্ন ধরণের পরীক্ষামূলক সরঞ্জাম ছিল। এই ঘটনাটি ইসরোর সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে পরিচিত পিএসএলভি (PSLV) রকেটের সফলতার ইতিহাসে এক নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
উৎক্ষেপণের পর যান্ত্রিক গোলযোগ
সোমবার, ১২ জানুয়ারি, সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা দ্বীপের সতীশ ধওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘পিএসএলভি-সি৬২’ (PSLV-C62) রকেটটি উৎক্ষেপণ করা হয়। এতে আর্থ অবজারভেশন স্যাটেলাইট ‘EOS-N1’ এবং দেশি-বিদেশি বিভিন্ন স্টার্টআপ ও শিক্ষাপ্রতিষ্ঠানের তৈরি আরও ১৫টি পেলোড ছিল। ইসরোর মিশন কন্ট্রোল জানিয়েছে, উড্ডয়নের অধিকাংশ সময় রকেটটি স্বাভাবিক থাকলেও শেষের দিকে হঠাৎ করেই এটি নির্দিষ্ট পথ থেকে বিচ্যুত হয়ে যায়।
পিএসএলভির বিশ্বাসযোগ্যতায় প্রশ্ন
গত প্রায় আট মাসের মধ্যে পিএসএলভি রকেটের ক্ষেত্রে এটি দ্বিতীয় ব্যর্থতা। ৬০টিরও বেশি অভিযানের মধ্যে ৯০ শতাংশের বেশি সাফল্যের হার থাকা এই রকেটটি ইসরোর অন্যতম প্রধান শক্তি বা ‘ওয়ার্কহর্স’ হিসেবে পরিচিত। তবে পর পর দুটি যান্ত্রিক ত্রুটি এই রকেটের নির্ভরযোগ্যতাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে।
ইসরোর প্রাথমিক বিবৃতি
ইসরো এক বিবৃতিতে জানিয়েছে, পিএসএলভি-সি৬২ মিশনের তৃতীয় পর্যায়ে (PS3 Stage) একটি অস্বাভাবিক সমস্যা দেখা দেয়। ঠিক কী কারণে রকেটটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে এবং এটি বর্তমানে কোথায় অবস্থান করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংস্থাটি জানিয়েছে, ইতিমধ্যে এই ত্রুটির কারণ অনুসন্ধানে গভীর বিশ্লেষণ শুরু হয়েছে।
ভারতীয় মহাকাশ কর্মসূচিতে প্রভাব
ভারতের মহাকাশ গবেষণায় পিএসএলভি রকেটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রকেটের সাহায্যেই ভারত এর আগে ‘চন্দ্রযান-১’ এবং সূর্য অভিযান ‘আদিত্য-এল১’-এর মতো বড় মিশনগুলো সফল করেছে। এছাড়া মহাকাশ শিল্পে বেসরকারি বিনিয়োগ ও উৎপাদনের যে উদ্যোগ ভারত সরকার নিয়েছে, তার মূলে রয়েছে এই পিএসএলভি। ফলে এই ব্যর্থতা ভারতের মহাকাশ বাণিজ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে।


