টেকসিঁড়ি রিপোর্ট : চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি ঘোষণা করেছে যে, তারা তাদের মূল কোম্পানি অপোর সাথে সাব-ব্র্যান্ড হিসেবে একীভূত হতে যাচ্ছে। ৭ জানুয়ারী , বুধবার তারা এই ঘোষণা দেয়।
অপোর সরাসরি “সাব-ব্র্যান্ড” নেই। বৃহত্তর চীনা ইলেকট্রনিক্স জায়ান্ট বিবিকে ইলেকট্রনিক্স (BBK Electronics)- গ্রুপের অধীনে অপো, ওয়ান প্লাস এবং ভিভো (Vivo)-র মতো বড় স্মার্টফোন ব্র্যান্ডগুলোও পরিচালিত হয়। এছাড়াও শিশুদের ব্র্যান্ড iMoo (এখন বেশিরভাগ স্মার্টওয়াচ) এবং পারফরম্যান্স ব্র্যান্ড iQOO-এর ও মালিক এই বিবিকে । রিয়েলমি মূলত চীনা ইলেকট্রনিক্স জায়ান্ট বিবিকে ইলেকট্রনিক্স (BBK Electronics)-এর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।
মূলত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং খরচ কমিয়ে আনার লক্ষ্যেই এই দুই প্রতিষ্ঠান এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলাদাভাবে পরিচালনার পরিবর্তে একই ছাতার নিচে এসে উৎপাদন ও বিপণন খরচ কমিয়ে আনা যাবে । উভয় কোম্পানির প্রযুক্তিগত সক্ষমতা ও জনশক্তিকে একত্রে কাজে লাগিয়ে বাজারের প্রতিযোগিতা মোকাবিলা করা সম্ভব হবে ।
বর্তমানে ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের বাজারে রিয়েলমির স্মার্টফোনগুলো অত্যন্ত জনপ্রিয়। সংশ্লিষ্টরা ধারণা করছেন, এই একীভূতকরণের ফলে কোম্পানি দুটি বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।



