টেকসিঁড়ি রিপোর্টঃ ওপেন সোর্স সলিউশন প্রদানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রেড হ্যাট (Red Hat), কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর দ্রুত বিবর্তন এবং র্যাক-স্কেল এআই (rack-scale AI) প্রযুক্তির আধুনিকায়নে এনভিডিয়া (NVIDIA)-র সাথে তাদের দীর্ঘমেয়াদী সহযোগিতার পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। বর্তমানের একক সার্ভার কেন্দ্রিক কাঠামো থেকে বেরিয়ে হাই-ডেন্সিটি বা উচ্চ-ঘনত্ব সম্পন্ন ইউনিফাইড সিস্টেমের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই অংশীদারিত্বের মূল কেন্দ্রবিন্দু হলো ‘রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ফর এনভিডিয়া’ (Red Hat Enterprise Linux for NVIDIA)। Red Hat জানিয়েছে, তারা Red Hat Enterprise Linux (RHEL), Red Hat OpenShift এবং Red Hat AI—এই তিনটি মূল প্ল্যাটফর্মকে NVIDIA Rubin আর্কিটেকচারের সঙ্গে সমন্বয় করে এন্টারপ্রাইজ এআই গ্রহণকে আরও দ্রুত ও নিরাপদ করবে।
NVIDIA-এর প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং বলেন, “AI যুগে পুরো কম্পিউটিং স্ট্যাক—চিপ থেকে শুরু করে সিস্টেম, মিডলওয়্যার ও এআই লাইফসাইকেল—নতুন করে গড়ে তোলা হচ্ছে। Red Hat-এর সঙ্গে যৌথভাবে আমরা ওপেন সোর্সকে শিল্পমানের এআই সমাধানে রূপান্তর করছি, যার সূচনা Vera Rubin প্ল্যাটফর্ম দিয়ে।”
২০২৬ সালের শুরুতে দেখা যাচ্ছে যে, বিশ্বের বহু প্রতিষ্ঠান এআই-কে কেবল পরীক্ষা-নিরীক্ষার পর্যায় থেকে পূর্ণাঙ্গ উৎপাদনে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এনভিডিয়া রুবিন প্ল্যাটফর্মে থাকছে নতুন ‘ভেরা’ (Vera) সিপিইউ এবং উন্নত রুবিন জিপিইউ, যা এআই এজেন্টের বুদ্ধিমত্তা এবং উন্নত যুক্তিনির্ভর কাজের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দেবে।
Red Hat AI স্ট্যাকের মূল সুবিধাসমূহ
রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স (RHEL): এটি এনভিডিয়া কনফিডেনশিয়াল কম্পিউটিং সাপোর্ট করবে, যা জিপিইউ এবং মেমোরিতে থাকা সংবেদনশীল এআই ডেটার নিরাপত্তা নিশ্চিত করবে।
রেড হ্যাট ওপেনশিফট (Red Hat OpenShift): কুবারনেটিস চালিত এই প্ল্যাটফর্মটি এনভিডিয়া ইনফ্রাস্ট্রাকচার সফটওয়্যার এবং কুডা (CUDA) লাইব্রেরির মাধ্যমে দ্রুত এআই অ্যাপ্লিকেশন স্থাপন ও পরিচালনা সহজ করবে।
রেড হ্যাট এআই (Red Hat AI): এনভিডিয়ার ওপেন সোর্স মডেলগুলোর সাথে রেড হ্যাট এআই-এর নতুন ইন্টিগ্রেশন যুক্ত হবে, যা রোবোটিক্স এবং ভিশন-ভিত্তিক এআই-এর কাজকে আরও সহজ করবে।
রিলিজের সময়সূচী
এনভিডিয়া ভেরা রুবিন প্ল্যাটফর্মের জন্য রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের সাপোর্ট ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। গ্রাহকরা রেড হ্যাট কাস্টমার পোর্টালের মাধ্যমে সর্বশেষ ড্রাইভার এবং ইন্টিগ্রেশন টুলগুলো সংগ্রহ করতে পারবেন।



